Macow

‘গাফিলতিতে’ মৃত্যু পোষ্য ম্যাকাওয়ের, জেল হেফাজতে চিকিৎসা কেন্দ্রের কর্তা

আদালত সূত্রের খবর, রাহুল চক্রবর্তী নামে এক ব্যক্তির পোষ্য ম্যাকাওটি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা কেন্দ্রের তরফে রাহুলকে জানানো হয়, কোনও গরম খাবার খাওয়ার ফলে তার শরীরের ভিতরের কিছু অংশ পুড়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২৫ ০৯:৪৮
Share:

—প্রতীকী চিত্র।

চিকিৎসাধীন একটি ম্যাকাও পাখির মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসা কেন্দ্রের এক কর্তাকে জেল হেফাজতে পাঠালেন আলিপুর আদালতের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক।

আদালত সূত্রের খবর, রাহুল চক্রবর্তী নামে এক ব্যক্তির পোষ্য ম্যাকাওটি সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিল। চিকিৎসা কেন্দ্রের তরফে রাহুলকে জানানো হয়, কোনও গরম খাবার খাওয়ার ফলে তার শরীরের ভিতরের কিছু অংশ পুড়ে গিয়েছে। সে ক্ষেত্রে অস্ত্রোপচারের কথা বলেছিলেন চিকিৎসা কেন্দ্রের কর্তা বরুণ কাজরি। রাহুলজানাচ্ছেন, ওই চিকিৎসা কেন্দ্রে পাঁচ দিন ভর্তি থাকার পরে তাঁর পোষ্যের অস্ত্রোপচার হয়। এর পরেই মারা যায় ম্যাকাওটি।

ঘটনার পরে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বরুণ-সহ ওই চিকিৎসা কেন্দ্রের কয়েক জনের বিরুদ্ধে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন রাহুল ও তাঁর স্ত্রী সীমা। যদিও বরুণ পাল্টা অভিযোগে জানান, পাখিটির মৃত্যুর পরে রাহুল ও তাঁর বাড়ির লোক ওই চিকিৎসা কেন্দ্রে হামলা চালান।

সম্প্রতি রাহুলের স্ত্রী ফের লিখিত অভিযোগে পুলিশকে জানান, ওই চিকিৎসা কেন্দ্রের কর্মীরা তাঁদের হুমকি ও শাসানি দিচ্ছেন। এর পরেই মঙ্গলবার বরুণকে গ্রেফতার করে পুলিশ। বুধবার ধৃতকে আদালত ১৮ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে বলে জানান সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন