দরজা খোলা-বন্ধে ত্রুটির কারণে মেট্রো চলাচল বিপর্যস্ত হল বুধবার। প্রায় ১৫ মিনিট পরে ডাউন লাইনে ফের ট্রেন চলাচল শুরু হয়। মেট্রো সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে এসপ্ল্যানেড স্টেশনে একটি ট্রেনের দরজায় ত্রুটি দেখা যায়। ওই ট্রেনের দরজাগুলি খোলা বা বন্ধ করা যাচ্ছিল না। মেট্রোকর্মীরা কিছুক্ষণ চেষ্টা করেও ওই ত্রুটি মেরামত করতে পারেননি। ফলে যাত্রী নামিয়ে ট্রেনটিকে কারশেডে পাঠিয়ে দেওয়া হয়।