Kolkata Metro Service

রবিবার সকালে বন্ধই থাকবে, বিকেলে চালু হবে শহিদ ক্ষুদিরাম থেকে মেট্রো পরিষেবা, তবে সূচিতে সামান্য বদল

কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা যাওয়ার পর থেকেই কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার (ব্লু লাইন) পরিষেবা বিঘ্ন ঘটে। এখনও ব্লু লাইনে মেট্রো শাখার ডাউন লাইনের প্রান্তিক স্টেশন আর কবি সুভাষ নয়, শহিদ ক্ষুদিরাম।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৮:০০
Share:

ব্লু লাইনে মেট্রো পরিষেবা। — ফাইল চিত্র।

শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে ‘টার্ন আউট’ বসানোর কাজ নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই শেষ করা হবে। শনিবার বিষয়টি সম্পর্কে বিজ্ঞপ্তি জারি করে কলকাতা মেট্রো। এই কাজের জন্য আগে ঠিক ছিল, রবিবার (৩১ অগস্ট) বিকেল ৪টে পর্যন্ত বন্ধ থাকবে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরামের মধ্যে মেট্রো চলাচল। তবে শনিবার সেই সময় কিছুটা কমানো হল। জানানো হয়েছে, রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে প্রথম মেট্রো ছাড়বে দুপুর ৩টে ৪০ মিনিটে।

Advertisement

কবি সুভাষ স্টেশনের প্ল্যাটফর্মের পিলারে ফাটল দেখা যাওয়ার পর থেকেই কলকাতা মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার (ব্লু লাইন) পরিষেবা বিঘ্ন ঘটে। এখনও ব্লু লাইনে মেট্রো শাখার ডাউন লাইনের প্রান্তিক স্টেশন আর কবি সুভাষ নয়, শহিদ ক্ষুদিরাম। কিন্তু প্রান্তিক স্টেশনের পরিকাঠামো শহিদ ক্ষুদিরামে না থাকায় প্রায়ই ওই লাইনে মেট্রো চলাচল ব্যাহত হয়। সম্প্রতি মেট্রো কর্তৃপক্ষ ঠিক করেন সারাদিনে অনেক পরিষেবা শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালানো হবে না। চলবে দক্ষিণেশ্বর-টালিগঞ্জের মধ্যে।

কেন শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালাতে সমস্যা হচ্ছে, সে ব্যাপারে কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। এত দিন কবি সুভাষ স্টেশনে যাত্রীদের ডাউন প্ল্যাটফর্মে নামিয়ে সেই মেট্রোই আবার একটু এগিয়ে লাইন পরিবর্তন করে আপ প্ল্যাটফর্মে এসে দমদম-দক্ষিণেশ্বরের দিকে রওনা দিত। আপ এবং ডাউনে ট্রেনের লাইন পরিবর্তনের এই ব্যবস্থা শহিদ ক্ষুদিরামে নেই। সেই ব্যবস্থাই এ বার শহিদ ক্ষুদিরামে বসানোর উদ্যোগ নেওয়া হয়। জানানো হয়, রবিবার ওই কাজের জন্য সকাল থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করবে না।

Advertisement

রবিবার দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো টালিগঞ্জ থেকে ছাড়বে সকাল ৭টায়। তবে শেষ মেট্রোর সূচিতে কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। রবিবার পিএসসির ‘মিসলেনিয়াস মেনস’ পরীক্ষা থাকায় সমস্যার আশঙ্কা করছে পরীক্ষাদের একাংশ। ওই পরীক্ষার কথা মাথায় রেখে রবিবার গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ) ৯টার পরিবর্তে সকাল ৮টা থেকে পরিষেবা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement