Kolkata Metro Suicide

আত্মহত্যার চেষ্টা কালীঘাট মেট্রো স্টেশনে, পরিষেবা বন্ধ ময়দান পর্যন্ত, অফিস টাইমে দুর্ভোগ যাত্রীদের

দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।  

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২৩ ১০:৫৪
Share:

কালীঘাট মেট্রো স্টেশনে মেট্রোয় ঝাঁপ, পরিষেবা বন্ধ ময়দান পর্যন্ত! ফাইল চিত্র।

কালীঘাট মেট্রো স্টেশন থেকে লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। ওই ব্যক্তি প্রাণে বেঁচে গেলেও বৃহস্পতিবার সকালের এই ঘটনার জেরে ব্যাহত হল মেট্রো পরিষেবা। মেট্রো সূত্রে খবর, আপাতত ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। দ্রুত পরিষেবা স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে মেট্রো কর্তৃপক্ষের তরফে। অফিস টাইমে মেট্রোর চাকা থমকে যাওয়ায় ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো চলছে। কবি সুভাষ স্টেশন থেকে মেট্রো চলছে টালিগঞ্জ স্টেশন পর্যন্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ময়দান থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলবে বলে জানিয়েছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন