Metro

ফের মেট্রোতে আত্মহত্যা, এক ঘণ্টা পর চালু হল পরিষেবা

মেট্রো সূত্রে জানানো হয়েছে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ জুন ২০১৯ ১৮:২২
Share:

ফের আত্মহত্যার চেষ্টা মেট্রোয়। —ফাইল চিত্র।

রবীন্দ্র সদন মেট্র্রো স্টেশনে এক ব্যাক্তির আত্মহত্যাকে কেন্দ্র করে বিঘ্নিত হল মেট্রো পরিষেবা। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটি নাগাদ ঘটনাটি ঘটে। ফলে অফিস টাইমের ব্যস্ত সময়ে ব্যপক ভোগান্তির শিকার হন যাত্রীরা। টালিগঞ্জ থেকে কবি সুভাষ এবং অন্যদিকে সেন্ট্রাল থেকে দমদম ও নোয়াপাড়া পর্যন্ত মেট্রো চললেও বাকি অংশে বন্ধ থাকে পরিষেবা।

Advertisement

মেট্রো সূত্রে খবর, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ, রবীন্দ্র সদনের ডাইন লাইনে কবি সুভাষ গামী ট্রেনের সামনে ঝাঁপ মারেন এক ব্যক্তি। ওই ব্যক্তিকে উদ্ধার করতে ট্রেন পিছিয়ে দেওয়া হয়। ওই ব্যক্তিকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছু ক্ষণ পর সেখানে মৃত্যু হয় তাঁর। তবে এখনও পর্যন্ত তাঁর পরিচয় জানা যায় নি।

উদ্ধারকাজ চালাতে ওই অংশে ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়। এক ঘণ্টা পরিষেবা বন্ধ থাকার পর সন্ধ্যা সাডে় ছ’টা নাগাদ ফের চালু হয় মেট্রো।

Advertisement

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকেও যাচ্ছেন না মমতা, জানিয়ে দিলেন চিঠি পাঠিয়ে​

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন