রক্ষিবিহীন ব্যাঙ্কে দুষ্কৃতী-তাণ্ডব

রাতে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। দরজায় ঝোলে মাত্র ৬টি তালা। এমনই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রিল ও তালা ভেঙে ঢুকে সারারাত তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ০০:০৮
Share:

রাতে কোনও নিরাপত্তারক্ষী থাকেন না। দরজায় ঝোলে মাত্র ৬টি তালা। এমনই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রিল ও তালা ভেঙে ঢুকে সারারাত তাণ্ডব চালাল একদল দুষ্কৃতী।

Advertisement

সোমবার সালকিয়া চৌরাস্তার মোড়ের ঘটনা। যদিও চোরের দল এক নিরাপত্তারক্ষীর ছেড়ে যাওয়া জামার পকেট থেকে মাত্র ২০০ টাকা নেওয়া ছাড়া আলমারি ভাঙতে পারেনি বা মূল্যবান কোনও সম্পত্তি নিয়ে যেতে পারেনি। কিন্তু এই ঘটনা ওই ব্যাঙ্কটির ঠুনকো নিরাপত্তা ব্যবস্থাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সাধারণ মানুষ যেখানে নির্ভয়ে টাকা-গয়না রাখেন, সেখানে নিরাপত্তার এই হাল কেন, প্রশ্ন উঠেছে তা নিয়ে।

সালকিয়া চৌরাস্তার মোড়ে একটি মার্কেট কমপ্লেক্সের দোতলায় ওই ব্যাঙ্কটি। পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কটির পিছন দিকে একটি আমগাছ বেয়ে চোরেরা দোতলায় ওঠে। প্রথমে তারা ভাঙে জানলার গ্রিল। এর পরে ব্যাঙ্কের কোল্যাপসিব্‌ল গেটে লাগানো ৬টি তালার মধ্যে চারটি ভেঙে গেট ফাঁক করে এক এক করে ঢুকে পড়ে। পুলিশ জানায়, ব্যাঙ্কে সিসি ক্যামেরা থাকলেও তাতে নাইট ভিশন না থাকায় চোরেদের ছবি স্পষ্ট দেখা যায়নি। তবে বোঝা গিয়েছে, তাদের হাতে টর্চ ছিল। চোরেরা প্রথমে আলমারি ভাঙার চেষ্টা করে। কিন্তু বহু চেষ্টাতেও না পারায় টেবিলে কাগজপত্র ছড়িয়ে পালিয়ে যায়।

Advertisement

মঙ্গলবার ব্যাঙ্কের তালা ভাঙা দেখে একতলার দোকানদারেরা পুলিশে খবর দেন। পুলিশ ব্যাঙ্ক কর্তৃপক্ষকে ডেকে পাঠায়। ব্যাঙ্কের ম্যানেজার বাসুদেব দাস বলেন, ‘‘রাতে কোনও নিরাপত্তারক্ষী থাকার ব্যবস্থা নেই। গেটে তালা দিয়েই এত দিন ধরে চলছিল। আরও বড় কিছু যে ঘটেনি, সেটাই রক্ষে। ভবিষ্যতে সতর্ক থাকতে হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement