নিরাপত্তা বৃদ্ধিতে আলো ভেড়ি এলাকায়

পরপর দু’বছর ভেড়ি শ্রমিকদের উপরে একাধিক হামলা হয়েছে। দু’বছরে সল্টলেকে দু’টি সরকারি ভেড়িতে খুন হন দু’জন শ্রমিক। এ ছাড়াও একাধিক বার মাছ চুরিও হয়। এর পরে নড়েচড়ে বসে মৎস্য দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৫:৪৩
Share:

আলোকস্তম্ভ বসানো-সহ বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে চার মন্ত্রী— ফিরহাদ হাকিম, স্বপন দেবনাথ, আশিস বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রনাথ সিংহ। বুধবার, নলবন ফুড পার্কে। — শৌভিক দে

পরপর দু’বছর ভেড়ি শ্রমিকদের উপরে একাধিক হামলা হয়েছে। দু’বছরে সল্টলেকে দু’টি সরকারি ভেড়িতে খুন হন দু’জন শ্রমিক। এ ছাড়াও একাধিক বার মাছ চুরিও হয়। এর পরে নড়েচড়ে বসে মৎস্য দফতর। নজরদারিতে বিশেষ গুরুত্ব দিতে পরিকল্পনা করা হয় নলবন এবং গোলতলা ভেড়ি এলাকায় আলোকস্তম্ভ বসানোর। বুধবার বিকেলে নলবন ফুডপার্কে এক অনুষ্ঠানে ওই বাতিস্তম্ভের উদ্বোধন করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি একটি হ্যাচারি এবং একটি কুলিং ইউনিটেরও উদ্বোধন করা হয়।

Advertisement

মাছের উৎপাদন বাড়ানোয় গুরুত্ব দিতে ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন পুরমন্ত্রীও উৎপাদন বাড়ানোয় জোর দিয়ে বলেন, ‘‘অব্যবহৃত জলাশয়গুলিকে পূর্ণমাত্রায় ব্যবহার করতে হবে।’’ ছিলেন মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিংহ, ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ, জৈব প্রযুক্তি দফতরের মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন