শপথের প্রস্তুতি। সেজে উঠেছে টাউন হল। সোমবার তোলা নিজস্ব চিত্র।
কলকাতা পুরসভার চেয়ারপার্সন পদে এক মহিলা কাউন্সিলরের নাম বিবেচিত হচ্ছে। যদি তা হয়, তবে স্বাধীনতার পরে এই প্রথম পুরসভায় মহিলা চেয়ারপার্সন হবেন তিনি। এখনও পর্যন্ত কারও নাম নিশ্চিত করে বলা না গেলেও সম্ভাব্য হিসেবে উঠে আসছে মালা রায়ের নাম, যিনি পুরভোটের আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে এ বারেও জিতেছেন।
তৃণমূলের একাধিক কাউন্সিলরের ব্যাখ্যা, ২০ বছরেরও বেশি সময় ধরে পুরসভার কাউন্সিলর পদে ছিলেন মালাদেবী। পুরসভার আইনকানুন সম্পর্কেও যথেষ্ট ওয়াকিবহাল তিনি। সেই সব কারণেই তাঁকে ওই পদের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে বলে তাঁদের মত।
ইতিমধ্যে জল্পনা চলছে সম্ভাব্য মেয়র পারিষদদের নাম নিয়েও। এ বারের পুর-নির্বাচনে হেরে গিয়েছেন গত বোর্ডের চেয়ারম্যান সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায়, ডেপুটি মেয়র ফরজানা আলম এবং মেয়র পারিষদ পার্থপ্রতিম হাজারি। শারীরিক কারণে এ বার প্রার্থী হননি রাজীব দেব। তাই তাঁদের জায়গায় এ বার নতুন মুখ তো আসবেনই, তা ছাড়া আরও জনা দুই নতুন মুখ দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। পাশাপাশি, পুরনো বোর্ডের মেয়র পারিষদদের মধ্যে দেবাশিস কুমার, অতীন ঘোষ, দেবব্রত মজুমদার ও স্বপন সমাদ্দােরর ফের দায়িত্ব পাওয়ার সম্ভাবনাও বেশি। তবে মেয়র পারিষদ বাছাইয়ের ক্ষেত্রে মহিলা, সংখ্যালঘু, সংরক্ষিত ওয়ার্ডের প্রতিনিধি— সবই বিবেচনায় রাখা হচ্ছে বলে তৃণমূল সূত্রে বলা হচ্ছে।
আগামী ৮ মে শুক্রবার মেয়র শোভন চট্টোপাধ্যায়-সহ চেয়ারম্যান, ডেপুটি মেয়র এবং ১২ জন মেয়র পারিষদ শপথ নেবেন। দলীয় সূত্রের খবর, ১২ জন মেয়র পারিষদের তালিকা প্রায় চূড়ান্ত। বুধবার দুপুরের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দলের নবনির্বাচিত কাউন্সিলরদের বৈঠক হয়ে গেলে সেই তালিকা সম্পর্কে ইঙ্গিত মিলতে পারে বলে জানা গিয়েছে।
এ দিকে আজ, মঙ্গলবার নব-নির্বাচিত প্রার্থীরা কাউন্সিলর হিসেবে শপথ নেবেন। তাঁদের শপথবাক্য পাঠ করাবেন রাজ্যের পুরসচিব বি পি গোপালিকা। বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলবে। প্রথম দিনেই তৃণমূলের জয়ী প্রার্থীরা শপথ নেবেন বলে দলীয় সূত্রের খবর। বুধবারও ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত শপথগ্রহণ চলবে।