সৌন্দর্যায়নে উদ্যোগী পুরসভা

ইতিমধ্যেই শহরের বিভিন্ন লেকের পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছেন পুর কর্তারা। এর পরেই একে একে বিভিন্ন লেকের সৌন্দর্যায়ন হবে। সেই তালিকায় জায়গা করেছে পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের যোধপুর পার্ক।

Advertisement

সুপ্রিয় তরফদার

শেষ আপডেট: ০৩ জুন ২০১৭ ১৫:০০
Share:

প্রতীক্ষা: যোধপুর পার্কের জলাশয়। ছবি: স্বাতী চক্রবর্তী

এ বার যোধপুর পার্কের সৌন্দর্যায়ন শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন লেকের পরিস্থিতি খতিয়ে দেখা শুরু করেছেন পুর কর্তারা। এর পরেই একে একে বিভিন্ন লেকের সৌন্দর্যায়ন হবে। সেই তালিকায় জায়গা করেছে পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের যোধপুর পার্ক।

Advertisement

আলো, টাইলস এবং বাহারি গাছে সাজতে চলেছে লেক সংলগ্ন পার্কটি। পুরসভা সূত্রের খবর, ১ কোটি ১১ লক্ষ টাকা খরচ হবে এ কাজে। দরপত্রও হয়ে গিয়েছে।
স্থানীয় কাউন্সিলর তৃণমূলের রতন দে জানান, লেকের চারপাশের রাস্তায় যে সব জায়গা বসে গিয়েছে বা টাইলস উঠে গিয়েছে সেগুলিকে মেরামত করা হবে। হাঁটার পথে নতুন
টাইলস বসানো হবে। এ ছাড়াও, হাঁটার রাস্তায় আলো বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ওই পার্কটি নতুন সেজে উঠলে বাসিন্দাদের শারীরচর্চার আদর্শ স্থান হবে এটি। তাঁর দাবি,
পরিবেশবিদের সঙ্গে কথা বলেই বিভিন্ন রকমের গাছ লাগানোর পরিকল্পনা হয়েছে।

কয়েক দিন আগেই সন্তোষপুরের লেক এলাকার খারাপ অবস্থা নিয়ে সরব হয়েছিলেন স্থানীয়েরা। ধাপে ধাপে ওই লেক সংস্কারের কথা জানিয়েছিলেন পুরসভার মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার। যোধপুর পার্কের সংস্কার ওই প্রকল্পেরই অংশ বলে জানান তিনি।

Advertisement

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘উদ্যোগটি খুব ভাল। তবে লেকের ধারে হাঁটাচলার রাস্তাটি সম্প্রসারিত হলে এক সঙ্গে অনেকে হাঁটাচলা করতে পারবেন।’’

পুরসভা সূত্রের খবর, গোটা যোধপুর পার্ক এলাকাটিকে নতুন করে সাজিয়ে তোলার উদ্যোগ রয়েছে পুরসভার পরিকল্পনায়। তবে তা সময় সাপেক্ষ। প্রথম পর্যায়ে তাই লেক সংলগ্ন পার্কের সংস্কার শুরু করছে পুরসভা। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, ‘‘শহরের উল্লেখযোগ্য পার্কগুলিকে সাজিয়ে তোলা হবে। কিন্তু অর্থাভাব থাকায় একবারে সব কটি পার্ককে সেই আওতায় আনা যাচ্ছে না। ধীরে ধীরে সব পার্কগুলিকে সাজানো এবং কোথাও কোথাও সম্প্রসারণের কাজ শুরু করবে। লোহার রেলিং দিয়ে ঘিরে রাখার পরিকল্পনাও রয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন