মুজিব স্মরণে

মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে সোমবার জাতীয় শোক দিবস পালন করল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৬ ০০:৫৫
Share:

মুজিবুর রহমান

মুজিবুর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীতে সোমবার জাতীয় শোক দিবস পালন করল কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন। অনুষ্ঠানে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিদেশমন্ত্রী ও বিদেশ প্রতিমন্ত্রীর পাঠানো বার্তা পাঠ করে শোনানো হয়। এর পর সেখানে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করে প্রার্থনাও করা হয়। এর পর সেখান থেকে মুজিবরের স্মৃতি বিজড়িত মৌলানা আজাদ কলেজের বেকার হস্টেলে তাঁর স্মৃতিকক্ষে গিয়ে মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান অতিথিরা। আগামী মঙ্গলবার বাংলা আকাদেমির সভাঘরে এ নিয়ে একটি সেমিনারও আয়োজন করেছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement