শব্দে ‘অতিষ্ঠ’ আবাসন

পাঁচতারা হোটেলের পাশে বহুতল আবাসন। আর সেই পাঁচতারা হোটেলের উৎসবের জেরে নাজেহাল আবাসনের বাসিন্দারা।তাঁদের অভিযোগ, নিত্যদিন হোটেলের লনে উৎসব, পার্টির আয়োজন হচ্ছে। সেই অনুষ্ঠানে তারস্বরে বাজছে বক্স। আর শব্দের দাপটে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আবাসনের বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০২:০৫
Share:

প্রতিবাদ: সেই পোস্টার

পাঁচতারা হোটেলের পাশে বহুতল আবাসন। আর সেই পাঁচতারা হোটেলের উৎসবের জেরে নাজেহাল আবাসনের বাসিন্দারা।

Advertisement

তাঁদের অভিযোগ, নিত্যদিন হোটেলের লনে উৎসব, পার্টির আয়োজন হচ্ছে। সেই অনুষ্ঠানে তারস্বরে বাজছে বক্স। আর শব্দের দাপটে জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে আবাসনের বাসিন্দাদের। এ নিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তাঁরা। পুলিশেও অভিযোগ করেছেন। কিন্তু কোনও লাভ হয়নি। শেষে সকলের দৃষ্টি আকর্ষণে বহুতলে পেল্লায় মাপের ফ্লেক্স টাঙিয়েছেন তাঁরা। তাতে লেখা, ‘জে ডব্লিউ ম্যারিয়ট, তোমাদের চড়া শব্দ আমাদের অতিষ্ঠ করে তুলেছে।’

বাসিন্দারা জানাচ্ছেন, হোটেল শুরুর সময় থেকেই রাতে নানা ধরনের কাজ হতো। তাতে সমস্যা হলেও তখন আপত্তি করা হয়নি। কিন্তু হোটেল চালু হওয়ার পর থেকেই শুরু হয় বিভিন্ন অনুষ্ঠান। সেগুলি হোটেলের লন এবং খোলা জায়গায় করার ফলে বাড়তে থাকে শব্দের তাণ্ডব। এক বাসিন্দার কথায়, ‘‘শব্দের চোটে রাতে ঘরে থাকতে পারি না। ছেলেমেয়েরা পড়ায় মন বসাতে পারে না।’’

Advertisement

বিষয়টি নিয়ে আবাসনের বাসিন্দারা হোটেল কর্তৃপক্ষের দ্বারস্থ হন। এক বাসিন্দা জানান, ই-মেল মারফত হোটেল কর্তৃপক্ষ শব্দদূষণ নিয়ে দুঃখপ্রকাশ করেন। সমস্যা মিটিয়ে ফেলার আশ্বাসও দেন। কিন্তু অভিযোগ, তার পরেও শব্দের তাণ্ডব বন্ধ হয়নি।

এ ভাবে প্রকাশ্যে তারস্বরে মাইক বাজানোয় ক্ষুব্ধ পরিবেশকর্মীরাও। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রাক্তন মুখ্য আইন অফিসার বিশ্বজিৎ মুখোপাধ্যায় জানান, খোলা জায়গায় মাইক বাজাতে হলে সাউন্ড লিমিটার লাগাতে হবে। অনুমতিও নিতে হবে। এই নিয়ম না মানায় এর আগে শহরের একাধিক হোটেলকে শাস্তির মুখে পড়তে হয়েছিল। তিনি বলেন, ‘‘এখন তো পরীক্ষার মরসুম। এ সময়ে প্রকাশ্যে মাইক বাজানো নিষিদ্ধ।’’

আবাসন কমিটির সভাপতি বিজয় অগ্রবাল বলছেন, ‘‘পুলিশে অভিযোগ জানিয়ে লাভ হয়নি। বাধ্য হয়ে আমরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দ্বারস্থ হয়েছি।’’ মঙ্গলবার হোটেল কর্তৃপক্ষ এবং আবাসন কমিটির সভাপতিকে নিয়ে শুনানিতে বসেন পর্ষদ-কর্তারা। সেখানেই হোটেল কর্তৃপক্ষকে পর্ষদের তরফে জানিয়ে দেওয়া হয়, শব্দের মাত্রা নিয়ন্ত্রণে ডেসিবেল মিটার বসাতে হবে। নিয়ম না মানলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। যদিও ম্যারিয়ট কর্তৃপক্ষের তরফে কোনও মন্তব্য মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন