নিজেদের সাফল্য নিয়ে মঞ্চে তখন বক্তব্য জানাচ্ছিলেন কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিক। পথ দুর্ঘটনা রুখতে ট্র্যাফিক পুলিশ কেমন ভাবে কাজ করে, ইতিমধ্যে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে, সে সবই বলছিলেন ভি সলমন নেসাকুমার। কিন্তু, তাঁর পরে বলতে উঠে সেই ব্যবস্থার ফাঁকফোকর নিয়ে মন্তব্য করলেন কলকাতার নতুন পুলিশ কমিশনার রাজীব কুমার। পাশাপাশি তিনি ড্রাইভিং লাইসেন্স দেওয়ার পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন। এ ব্যাপারে ডিসি ট্র্যাফিককে পরিবহণ দফতরের কর্তাদের সঙ্গে আলোচনার নির্দেশ দেন তিনি।
সোমবার সকালে পুলিশ ট্রেনিং স্কুলে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা অনুষ্ঠান ছিল। সেখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়ায় সংশোধন আনার কথা বলেন রাজীব কুমার। তিনি বলেন, ‘‘আমাদের দেশে পাসপোর্ট পাওয়া কঠিন কিন্তু ড্রাইভিং লাইসেন্স পাওয়া সহজ।’’ তাঁর অভিযোগ, যাঁদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া হচ্ছে তাঁদের ট্রাফিক সিগন্যাল, ট্রাফিক সিম্বল, সিগন্যাল এবং পথ নিরাপত্তা সর্ম্পকে কোনও জ্ঞান আছে কি না, তা খতিয়ে না দেখেই ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়। তাঁর বক্তব্য, ‘‘দেশে প্রতি দিন পথ দুর্ঘটনায় ৪৩০ জন নিহত হন। সেখানে আমাদের রাজ্যে প্রতি দিন পথ দুর্ঘটনায় ২০ জন মারা যান। মৃতদের অধিকাংশই তরুন প্রজন্মের। যা খুব দুর্ভাগ্যের বিষয়।’’