নয়া উড়ালপুল

সাঁতরাগাছি বাস টার্মিনাস পুরো মাত্রায় চালু করতে কোনা এক্সপ্রেসওয়ের উপরে তৈরি হবে চার লেনের ৯ কিলোমিটার উড়ালপুল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা‌

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৬ ০১:৩০
Share:

সাঁতরাগাছি বাস টার্মিনাস পুরো মাত্রায় চালু করতে কোনা এক্সপ্রেসওয়ের উপরে তৈরি হবে চার লেনের ৯ কিলোমিটার উড়ালপুল। মঙ্গলবার পরিবহণ ভবনে এক বৈঠকে এই সিদ্ধান্তের পরে হাওড়ার পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রকাশ সিংহ জানান, সাঁতরাগাছি বাস টার্মিনাস চালু হলে কোনা এক্সপ্রেসওয়ের যানজট এড়াতে বিদ্যাসাগর সেতুর কোনা এক্সপ্রেসওয়ের অ্যাপ্রোচ রোডের শেখপাড়া থেকে নিবড়া পর্যন্ত এই উড়ালপুলের পরিকল্পনা আগেই ছিল। তা-ই চূড়ান্ত হয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, বৈঠকে ছিলেন পূর্ত, এইচআরবিসি, হাওড়া জেলা প্রশাসন ও পুলিশের কর্তারাও। পূর্ত দফতর সূত্রে খবর, উড়ালপুলটি ৬ নম্বর জাতীয় সড়কে সংযুক্ত হবে। তাই ন্যাশনাল হাইওয়ে অথরিটির অনুমতি পেলে কাজ শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন