বনভোজনের নতুন পরিবেশ

এ বার ঘরের কাছেই তেমন পরিবেশ তুলে ধরতে নিউ টাউনে আরও একটি পিকনিক স্পট তৈরি হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৯ ০২:০৯
Share:

ইকো আর্বান ভিলেজ। নিজস্ব চিত্র

তাপমাত্রার পারদ নামছে। পুজোর মরসুমও শেষ। আর কিছু দিন পরেই দল বেঁধে বনভোজনে যাওয়ার উৎসবের শুরু। কিন্তু শহরের কাছে তেমন খোলামেলা জায়গার অভাব থাকায় জলাশয় ও গাছগাছালিতে ঘেরা জায়গার খোঁজে শহরবাসী কয়েক ঘণ্টার পথ পেরিয়ে চলে যান।

Advertisement

এ বার ঘরের কাছেই তেমন পরিবেশ তুলে ধরতে নিউ টাউনে আরও একটি পিকনিক স্পট তৈরি হয়েছে। নিউ টাউনের উপাসনা স্থল এবং ইকো আর্বান ভিলেজে আগেই দু’টি পিকনিক স্পট ছিল। গত বছর তার চাহিদাও ছিল তুঙ্গে। এ বার চাহিদা সামাল দিতেই নতুন পিকনিক স্পট তৈরির কাজ শুরু করেছে নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ)।

সংস্থা সূত্রের খবর, ইকো আর্বান ভিলেজের পিকনিক স্পটটি চলতি বছরেই শুরু করার চিন্তাভাবনা করছে এনকেডিএ। আগের দু’টির ভাড়া পাঁচ হাজার টাকা। এনকেডিএ সূত্রের খবর, নভেম্বর থেকে ফেব্রুয়ারির মরসুমে ২০১৮-’১৯ সালে সেখানে ১২৬টি পিকনিক হয়েছে। ওই সময়ে দু’টি জায়গা ভাড়া

Advertisement

দিয়ে ছ’লক্ষেরও বেশি টাকা আয় করেছে এনকেডিএ। সল্টলেকের বাসিন্দা শান্তনু বসুর কথায়, ‘‘দূরে পিকনিক করতে যাওয়ায় নানা

সমস্যা থাকে। কাছেপিঠে তেমন পরিবেশ পেলে সময় ও টাকা দুয়েরই সাশ্রয় হয়।’’ সেক্টর ফাইভে কর্মরত সঞ্জয় সাহা বলেন, ‘‘কাজের চাপে আলাদা করে ছুটি পাওয়া চাপের। কাছাকাছি এত ভাল ব্যবস্থা হলে সেই চাপটা থাকে না।’’

এনকেডিএ-র এক কর্তা জানান, পুরনো দু’টি পিকনিক স্পটের ইতিমধ্যেই বুকিং হয়ে গিয়েছে। চাপ সামলাতে শুরু করা হবে নতুনটিও। ইকো আর্বান ভিলেজের মধ্যেই আরও একটি জায়গা বেছে নিয়ে কাজ চলছে। নতুন জায়গার ভাড়া ধার্য হয়েছে দু’হাজার টাকা।

ইকো আর্বান ভিলেজে যাওয়ার পথে দু’ধারের মনোরম পরিবেশ পর্যটকদের আকর্ষণ করবে বলেই আশা কর্তৃপক্ষের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন