নির্মাণের নিয়মে বদল

প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞা থাকায় তাদের যে কোনও প্রতিষ্ঠান, অফিস বা ছাউনির ৫০০ মিটারের মধ্যে বাইরের কেউ কোনও নির্মাণকাজ করতে পারত না। এমনই নিয়ম ছিল এত দিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ০০:০০
Share:

প্রতিরক্ষা দফতরের নিষেধাজ্ঞা থাকায় তাদের যে কোনও প্রতিষ্ঠান, অফিস বা ছাউনির ৫০০ মিটারের মধ্যে বাইরের কেউ কোনও নির্মাণকাজ করতে পারত না। এমনই নিয়ম ছিল এত দিন। এর জেরে কলকাতায় বহু নির্মাণকাজ আটকে ছিল বলে জানিয়েছিলেন কলকাতা পুরসভার মেয়র শোভন চট্টোপাধ্যায়। সেই জট এ বার কিছুটা খুলেছে বলে বুধবার জানালেন শোভনবাবু। তিনি বলেন, ‘‘প্রতিরক্ষা মন্ত্রক একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কথা ভেবে কিছু কিছু ক্ষেত্রে তাদের দফতর, অফিস বা ছাউনির ১০ মিটারের ভেতরে কোনও কাঠামো করা যাবে না। আর কিছু ক্ষেত্রে ৫০ মিটারের ভেতরে নির্মাণকাজ নিষিদ্ধ।’’ তবে ৫০ থেকে ১০০ মিটারের ভিতরে কোনও নির্মাণকাজ করতে হলে স্থানীয় সেনা কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement