Calcutta Medical College

মেডিক্যালে কাটল না জট, আমরণ অনশনে আরও ১৫ পড়ুয়া

এখনও কোনও সমাধানসূত্র মিলল না। উল্টে বুধবার রাতে আরও ১৫ জন পড়ুয়া নতুন করে অনশনে যোগ দিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৮ ২৩:৫৭
Share:

২০০ ঘন্টা পেরিয়েছে পড়ুয়াদের অনশন। নিজস্ব চিত্র।

লাগাতার অনশনের ২০০ ঘন্টা পেরিয়েছে। তিন পড়ুয়া ইতিমধ্যেই হাসপাতালে। কিন্তু এখনও কোনও সমাধানসূত্র মিলল না। উল্টে বুধবার রাতে আরও ১৫ জন পড়ুয়া নতুন করে অনশনে যোগ দিলেন। নিশ্চিতভাবেই আরও জটিল হল কলকাতা মেডিক্যাল কলেজের পরিস্থিতি।
নতুন হস্টেলে প্রচুর জায়গা থাকলেও তাতে ঠাঁই পাবেন না তৃতীয় ও চতুর্থ বর্যের ছাত্রছাত্রীরা। অথচ সিনিয়রদের থাকার জন্য হস্টেলের ব্যবস্থা করতে পারছেন না কলেজ কর্তৃপক্ষ। নতুন হস্টেলে থাকার জায়গার দাবিতেই অনশনে নেমেছিলেন পড়ুয়ারা। তারপরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি। বুধবার কলেজ কাউন্সিল কমিটির বৈঠকেও কোনও সমাধানসূত্র না মেলায়, আরও কট্টর অবস্থান নিলেন ছাত্রছাত্রীরা।
ইতিমধ্যেই পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে প্রতীকী অনশনে যোগ দিয়েছেন চিকিৎসকেরাও। সূত্রের খবর, বৃহস্পতিবার পড়ুয়াদের সমর্থনে কর্মবিরতিতে নামতে পারেন ইন্টার্ন চিকিৎসকেরাও। সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আরও জটিল হবে পরিস্থিতি।

Advertisement

আরও পড়ুন: পয়লা অগস্ট থেকে কমিশন বাতিল! বাস মালিকরা বলছেন, জানি না তো

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন