উন্নত টেলিস্কোপ কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসের ব্যবহারিক গণিত বিভাগ এক নতুন উন্নত টেলিস্কোপ নিয়ে এল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য সুগত মারজিত ও সহ-উপাচার্য স্বাগত সেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৫ ১৩:৫৯
Share:

কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজাবাজার ক্যাম্পাসের ব্যবহারিক গণিত বিভাগ এক নতুন উন্নত টেলিস্কোপ নিয়ে এল। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য সুগত মারজিত ও সহ-উপাচার্য স্বাগত সেন।

Advertisement

এই যন্ত্রটি শিক্ষার্থীদের গবেষনার ক্ষেত্রে সহায়তা করবে বলেই দাবি কর্তৃপক্ষের। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ টেলিস্কোপ এবং তার সরঞ্জাম কেনার ছাড়পত্র দিয়েছিলেন ২০১১ সালেই।

এম পি বিড়লা প্ল্যেনেটরিয়ামের অধিকর্তা বিপাশ দাসগুপ্ত বলেন,‘‘এই ধরণের উন্নত টেলিস্কোপ কলকাতায় প্রথম। সেন্ট জেভিয়ার্স কলেজ ও কল্যাণী বিশ্ববিদ্যালয়ে টেলিস্কোপ থাকলেও তা অন্য ধরণের।’’ উদ্বোধনে তিনি ছাড়াও মুম্বইয়ের নেহরু প্ল্যানেটেরিয়ামের ডিরেক্টর অরবিন্দ পারানপিও উপস্থিত ছিলেন।

Advertisement

অধ্যাপিক তনুকা চট্টোপাধ্যায় এই টেলিস্কোপ দেখভালের দায়িত্বে থাকবেন বলে জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তনুকাদেবী জানান, ‘‘বিভিন্ন সিসিটিভি সাহায্য করবে ছাত্র-ছাত্রীদের টলিস্কোপের ব্যবহার সহজ করতে। ফটোমিটার ব্যবহারের ফলে বিভিন্ন নক্ষত্র ও তাদের যাত্রাপথ বোঝা সহজ হবে।’’ তিনি আরো জানান,‘‘এখন গবেষনার জন্য ব্যবহার হলেও পরবর্তীকালে স্নাতকত্তরের ছাত্র-ছাত্রীদেরও ব্যবহার করতে দেওয়া হবে এই টেলিস্কোপ।’’ কর্তৃপক্ষ জানান, তাঁদের পরিকল্পনা আছে বিশেষ অনুষ্ঠানে স্কুলের ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে এনে এই টেলিস্কোপ দেখানো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement