পাতিপুকুরে আগুন

এফআইআর হয়নি, পাল্টা দাবি মেট্রোর

পাতিপুকুরে রেললাইনের ধারে সুভাষপল্লির বস্তিতে অগ্নিকাণ্ডে তাদের বিরুদ্ধে পুলিশ কোনও এফআইআর রুজু করেনি বলে দাবি করলেন মেট্রো কতৃর্পক্ষ। রবিবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে মৃত দু’জনের পরিবারের তরফে স্থানীয় থানায় মেট্রোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কাছেই মেট্রোর কাজ হচ্ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০১৬ ০২:২০
Share:

পাতিপুকুরে রেললাইনের ধারে সুভাষপল্লির বস্তিতে অগ্নিকাণ্ডে তাদের বিরুদ্ধে পুলিশ কোনও এফআইআর রুজু করেনি বলে দাবি করলেন মেট্রো কতৃর্পক্ষ। রবিবার মেয়র শোভন চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, অগ্নিকাণ্ডে মৃত দু’জনের পরিবারের তরফে স্থানীয় থানায় মেট্রোর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কাছেই মেট্রোর কাজ হচ্ছিল। সেখান থেকে ছিটকে আসা আগুনের ফুলকিতেই এই কাণ্ড।

Advertisement

এর ২৪ ঘণ্টার মধ্যেই সোমবার মেট্রো কতৃর্পক্ষ জানিয়ে দিলেন, তাঁদের বিরুদ্ধে কোনও এফআইআর রুজু হয়নি। মেয়র যদিও ফের আঙুল তুলেছেন মেট্রোর দিকেই। সব মিলিয়ে বিষয়টি কাজিয়ার আকার নিয়েছে এ দিন।

মেট্রোর তরফে জানানো হয়েছে, আগুন লাগার পিছনে মেট্রোর নির্মাণকাজ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর পরেই ঠিক কী ভাবে ঘটনাটি ঘটেছে, তা খতিয়ে দেখার নির্দেশ দেন মেট্রোর জেনারেল ম্যানেজার। মেট্রোর দুই নিরাপত্তা অফিসার এ দিন ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে আসেন।

Advertisement

পরে মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় জানান, তদন্তে দেখা গিয়েছে— অগ্নিকাণ্ডের পরে মৃত দু’জনের পরিজনেদের হাতে একটি অভিযোগপত্র লিখে দেন স্থানীয় কিছু বাসিন্দা। তা পুলিশের কাছে জমা দিতে বলেন। দুই পরিবারের লোকেরা সেই কাগজটি থানায় জমা দিয়ে আসেন। কিন্তু কোনও সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানাননি তাঁরা।

ইন্দ্রাণীদেবী আরও জানান, মেট্রোর ওই নিরাপত্তা আধিকারিক থানাতেও গিয়েছিলেন। পুলিশ তাঁদের জানিয়েছে, একটি অভিযোগ এসেছে। তদন্তের পরে বিবেচিত হবে সেটি এফআইআর হবে কি না। মেট্রো
এ দিনও জানিয়ে দিয়েছে, নির্মাণকাজের সঙ্গে আগুন লাগার কোনও সম্পর্ক নেই।

অন্য দিকে, মেয়র শোভনবাবুর পাল্টা দাবি— ‘‘আমার কাছে খবর এসেছে মেট্রোর দুই অফিসার এলাকায় গিয়ে বস্তির একাধিক লোককে শাসিয়েছেন। বিষয়টি দেখা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন