পার্থ চট্টোপাধ্যায়। —ফাইল চিত্র।
রাজ্যের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গেই ছাত্র সংসদ নির্বাচন হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। শনিবার এ কথা জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, আলাদা করে যাদবপুরে ছাত্র সংসদ নির্বাচন করা হবে না।
এ দিন শিক্ষামন্ত্রী বলেন, ‘‘যা বলবার উপাচার্যকে বলেছি। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই দেখবেন। আবারও বলছি, ছাত্র সংসদের নির্বাচন যে সময় হওয়ার কথা সেই সময়েই হবে। পড়ুয়ারা যেন সেটা বোঝে। একটা প্রতিষ্ঠানের জন্য সরকার নিয়ম ভঙ্গ করবে না। ’’
কিছু দিন আগে যাদবপুরের পড়ুয়াদের একাংশ নির্বাচনের দাবি নিয়ে আন্দোলনের প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, সামনে লোকসভা নির্বাচন, তাই এখন ছাত্র নির্বাচন সম্ভব নয়। এ দিনও তিনি একই কথা বলেন।
গত দু’বছর রাজ্যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সম্প্রতি এই দাবিতে বিক্ষোভের মধ্যে পড়ে যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাস আহত হন এবং হাসপাতালেও ভর্তি হন। আপাতত তিনি বাড়িতে বিশ্রামে রয়েছেন। শুক্রবার থেকে সহ-উপাচার্য প্রদীপকুমার ঘোষকে ঘেরাও করে রেখেছেন যাদবপুরের আন্দোলনকারীরা। তাঁদের দাবি, সরকার, বিশ্ববিদ্যালয় ও পড়ুয়াদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডাকতে হবে।
উপাচার্যের আহত হওয়ার ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলেন শিক্ষামন্ত্রী। তাতে রাজি হননি উপাচার্য। তবে শুক্রবার একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। উপাচার্যের বক্তব্য, রাজ্যপালকে এই গন্ডগোলের বিষয়ে রিপোর্ট দিতে হবে। তাই এই তদন্ত কমিটি। তিনি নিজে কোনও ছাত্রের নাম বলবেন না।