বিধাননগর কমিশনারেট

হলুদ আলো নিভিয়ে দুর্ঘটনায় রাশ টানার ভাবনা

দুর্ঘটনা এড়াতে এ বার সিগন্যালের হলুদ আলো নিভিয়ে দিতে চায় বিধাননগর কমিশনারেট।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০১৬ ০১:০৯
Share:

দুর্ঘটনা এড়াতে এ বার সিগন্যালের হলুদ আলো নিভিয়ে দিতে চায় বিধাননগর কমিশনারেট। পুলিশকর্তারা ঠিক করেছেন— রাস্তায় যতক্ষণ ট্র্যাফিক ব্যবস্থা কার্যকর থাকবে, ততক্ষণ সিগন্যাল পোস্টে আর হলুদ আলো জ্বলবে না। যানশাসনে ব্যবহার হবে শুধু লাল বা সবুজ আলো। সিগন্যালে হলুদ আলো থাকাকালীন বেপরোয়া গতিতে গাড়ি ছোটানোর প্রবণতা রুখতেই এই ভাবনা বলে কমিশনারেট সূত্রে খবর।

Advertisement

বিধাননগর কমিশনারেটের এডিসিপি জয় টুডু জানান, এমনিতে সিগন্যালের আলো সবুজ থেকে লাল হওয়ার আগে হলুদ আলো জ্বলে। এর উদ্দেশ্য— যাতে ধীরে ধীরে গতি কমিয়ে সিগন্যালে গাড়িকে দাঁড় করানো যেতে পারে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায়, লালবাতি এড়াতে চালকেরা সিগন্যাল হলুদ থাকতে থাকতেই বেপরোয়া গতিতে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। তার জেরে হামেশাই দুর্ঘটনাও ঘটছে বলে রিপোর্ট পাচ্ছেন পুলিশকর্তারা। তার জেরেই হলুদ আলো বন্ধ করে দেওয়ার এই পরিকল্পনা বলে জানান এডিসিপি। বিষয়টি কার্যকরের আগে পরীক্ষামূলক ভাবে কিছু জায়গায় চালু হয়েছে। তার ফলাফলের দিকেও নজর রাখা হয়েছে বলে জানান এডিসিপি।

বিধাননগরের ট্রাফিক কর্তাদের দাবি, ভিআইপি রোড, যশোহর রোড, নিউ টাউনের মেজর আর্টেরিয়াল রোড— সর্বত্র হলুদ আলো থাকাকালীন জোরে গাড়ি ছোটানোর জেরে দুর্ঘটনা ঘটছে। লোকবল কম থাকায় সব সময়ে সিগন্যাল হলুদ হতে দেখেও বেপরোয়া চালকদের ঠেকানো যাচ্ছে না।

Advertisement

কী ভাবে কাজ করবে নতুন সিগন্যাল? পুলিশকর্তারা জানান, সিগন্যালে গাড়িকে দাঁড় করানোর জন্য সবুজ বাতি কয়েক সেকেন্ড জ্বলবে-নিভবে। তার পরেই জ্বলে উঠবে লাল বাতি। এর মধ্যে চালককে গাড়ি দাঁড় করাতে হবে। আবার লাল থেকে সবুজ হওয়ার সময়েও বেশ কয়েক বার লাল আলো জ্বলবে-নিভবে। ওই সময়ের মধ্যে ফের গাড়ি চালানোর প্রস্তুতি নেবেন চালক। তার পরে সবুজ বাতি জ্বললে তবেই গাড়ি চালাতে হবে। তবে ট্র্যাফিক বিভাগের কাজের সময় পেরিয়ে গেলে রাতের বাকি সময়টা অবশ্য সিগন্যালে হলুদ আলোই জ্বলা-নেভা করবে।

কিন্তু সিগন্যালে হঠাৎ নতুন নিয়ম চালু হলে চালকদের অসুবিধাও তো হতে পারে?

সে কথা মানছে বিধাননগরের ট্রাফিক পুলিশ। তাই আপাতত পরীক্ষামূলক ভাবে কৈখালি, শরৎ কলোনি, নিউ টাউনের মতো কিছু জায়গায় এই ব্যবস্থা চালু করা হয়েছে। বিধাননগর ট্রাফিক পুলিশ জানাচ্ছে, ওই রাস্তাগুলিতে এখন চালকদের মধ্যে প্রাথমিক ভাবে বিভ্রান্তি তৈরি হচ্ছে ঠিকই। কখনও কখনও গাড়িতে-গাড়িতে ঠোকাঠুকিও লাগছে। তবে পুলিশকর্তাদের আশা, এই ব্যবস্থা এক বার চালু করতে পারলে ধীরে ধীরে বিষয়টিতে সড়গড় হয়ে যাবেন গাড়িচালকেরা। তাতে বড় দুর্ঘটনা এড়ানো যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন