State news

কুকুর খুনের ঘটনায় সন্দেহভাজনরা চিহ্নিত, তিন ছাত্রীকে জেরা পুলিশের, চলছে বিক্ষোভ

তদন্ত কমিটির নজরে রয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকাল থেকে এই ১০ জনের সঙ্গে দফায় দফায় কথা বলছে হাসপাতালের গঠিত তদন্ত কমিটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ১১:৫৭
Share:

খুন হওয়া কুকুর ছানারা। নিজস্ব চিত্র।

এনআরএসে কুকুর খুনের ঘটনায় হাসপাতালের গঠিত তদন্ত কমিটি প্রাথমিক ভাবে তিন জন ছাত্রী-সহ ৫ জনকে চিহ্নিত করে ফেলল। তদন্ত কমিটির নজরে রয়েছেন আরও ৫ জন। মঙ্গলবার সকালে এন্টালি থানার পুলিশ হাসপাতালে গিয়ে অভিযুক্ত নার্সিংয়ের তিন ছাত্রীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কুকুর খুন কাণ্ডে ওই তিন ছাত্রী যুক্ত থাকার প্রাথমিক তথ্যপ্রমাণ হাতে আসার পর তাঁদের জেরা করছেন তদন্তকারী অফিসারেরা।

Advertisement

কুকুরকে মারধর করার যে ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছিল, সম্প্রতি হাসপাতাল কর্তৃপক্ষ জানতে পেরেছেন, সৌরভ চক্রবর্তী নামে আর আহমেদ ডেন্টাল কলেজের তৃতীয় বর্ষের এক পড়ুয়া সেটি আপলোড করেন। আপলোডে সৌরভকে সাহায্য করেন ওই কলেজের আর এক পড়ুয়া সৌরভের বন্ধু আরবান ডগলাস। এই দু’জনই নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে গঠিত তদন্ত কমিটির কাছে আপলোডের বিষয়টি জানান। সঙ্গে ওই দিনের ঘটনার প্রসঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাঁরা তদন্ত কমিটিকে দিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁদের থেকেই হাসপাতালের তদন্ত কমিটি জানতে পেরেছে, ভিডিয়োয় দু’জন মহিলাকে দেখা গেলেও ১০-১২ জনের একটি দল সে সময় উপস্থিত ছিল। এর পর সৌরভদের কথা শুনে এবং হাসপাতালে তদন্ত চালিয়েই প্রাথমিক ভাবে ওই ১০ জনকে চিহ্নিত করেছে কমিটি।

পুলিশের তদন্তকারী দলের সঙ্গেও কথা বলছে হাসপাতাল কর্তৃপক্ষ। সৌরভদের থেকে এই সংক্রান্ত সমস্ত ভিডিয়ো এবং ছবি সংগ্রহ করে ইতিমধ্যে তার সত্যতা যাচাই করছে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ভিডিয়োর সঙ্গে সৌরভের দেওয়া ভিডিয়োয় মিল রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

(এই নৃশংস ঘটনা সংক্রান্ত এই তথ্যগুলি জানেন?)

আরও পড়ুন: ‘যারা ওকে ছুড়ে নীচে ফেলেছিল, তারা এখন পাশ করা ডাক্তার!’

মঙ্গলবার সকাল থেকেই এন্টালি থানার সামনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন পশুপ্রেমীরা। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা না হলে এই বিক্ষোভ এন্টালি থানার সামনেই সীমাবদ্ধ থাকবে না বলে তাঁদের দাবি। শহরের বিভিন্ন জায়গায় তাঁরা বিক্ষোভ দেখাবেন।

এন্টালি থানার সামনে পশুপ্রেমীদের বিক্ষোভ। —নিজস্ব চিত্র।

আরও পড়ুন: ‘মার মার, পুরো শেষ করে দে’

রবিবার এনআরএস হাসপাতাল চত্বর থেকে এক সঙ্গে ১৬টি কুকুর শাবকের দেহ পাওয়া যায়। সোমবার তাদের ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়, অত্যধিক মারধরের ফলেই তাদের মৃত্যু হয়েছে। দেহগুলো উদ্ধারের পর দিনই কুকুর শাবকদের মারধরের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে এনআরএসের নার্সিং হস্টেলের ছাত্রীদের বিরুদ্ধে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন