Chetla Murder Case

মধ্যরাতে মদের আসরে খুন: ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ কলকাতার চেতলা থানার ওসি-কে সরিয়ে দেওয়া হল

শনিবার রাতে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে খুনের ঘটনাটি ঘটে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বদল করা হল চেতলা থানার ওসি-কে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৫:৪৪
Share:

চেতলার থানার ওসি বদল। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

মদ্যপানের আসরে খুনের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চেতলা থানার ওসি বদল। এত দিন এই থানার ওসি ছিলেন সুখেন্দু মুখোপাধ্যায়। তাঁর জায়গায় চেতলা থানার দায়িত্ব দেওয়া হল অমিতাভ সরখেলকে। তিনি এত দিন আলিপুর থানার অতিরিক্ত ওসি হিসাবে নিযুক্ত ছিলেন।

Advertisement

শনিবার রাতে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডের ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে খুনের ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, রাত সাড়ে ১১টা নাগাদ ওই বাসস্ট্যান্ডের কাছে কয়েক জনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন অশোক পাসোয়ান। কোনও কারণে তাঁদের মধ্যে বচসা বাধে। সেই বচসা গড়ায় হাতাহাতিতে। অভিযোগ, অশান্তির মাঝে মদ্যপানের এক সঙ্গী আচমকাই অশোকের গলায় শাবল ঢুকিয়ে দেন। সেই অবস্থায় রাস্তা দিয়ে প্রায় ১০০ মিটার দৌড়ে যান অশোক। তার পরেই রাস্তার উপর প়ড়ে যান তিনি।

স্থানীয়দের নজরে আসতে তাঁরা রক্তাক্ত অবস্থায় অশোককে এসএসকেএম হাসপাতালে যান। তবে চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা ছড়ায় ৮২ নম্বর ওয়ার্ডে। স্থানীয়দের দাবি, ১৭ নম্বর বাসস্ট্যান্ডের যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেখানে প্রায় প্রতি দিনই মদের আসর বসে। নানা কারণে ঝামেলাও হয়। কেউ কেউ আবার পুলিশের দিকেও আঙুল তোলেন।

Advertisement

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় চেতলা থানার পুলিশ। ঘটনার সঙ্গে যুক্ত তিন জনকে আটকও করা হয়েছে বলে খবর। কিন্তু এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, জানা যায়নি। স্থানীয়দের সঙ্গে কথা বলে আসল ঘটনা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মৃতের পরিবারের সঙ্গেও কথা বলছেন তাঁরা। তার মধ্যেই চেতলা থানার ওসি বদল করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement