আমলাও পৌঁছলেন দেরিতে

বাসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পৌঁছে গিয়েছেন। কিন্তু পরিবহণ দফতরের এক শীর্ষ আমলার দেখা নেই! তা নিয়ে কানাঘুষোও শুরু হয়েছে। এমন সময়ে হন্তদন্ত হয়ে হাজির সেই আধিকারিক। মন্ত্রীকে বললেন, ‘‘স্যার, চারদিকে যা জ্যাম!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৭ ০০:৩০
Share:

বাসের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী পৌঁছে গিয়েছেন। কিন্তু পরিবহণ দফতরের এক শীর্ষ আমলার দেখা নেই! তা নিয়ে কানাঘুষোও শুরু হয়েছে। এমন সময়ে হন্তদন্ত হয়ে হাজির সেই আধিকারিক। মন্ত্রীকে বললেন, ‘‘স্যার, চারদিকে যা জ্যাম!’’

Advertisement

বিমানবন্দর আড়াই নম্বর গেটের এই ঘটনাই সোমবার কলকাতার যানজটের ‘মুখ’। যাতে শুধু ওই আমলাই নন, ভুগেছেন আমজনতার অনেকেই।

এ দিন শহরে বামেদের তিনটি মিছিল ছিল। একটি কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত। বাকি দু’টির একটি বাগবাজার থেকে রামলীলা ময়দান এবং অন্যটি রাসবিহারী মোড় থেকে পার্ক সার্কাস। পুলিশ সূত্রের খবর, এই তিন মিছিলের জেরে বিস্তীর্ণ অংশের যান চলাচল থমকে যায়।

Advertisement

এমনিতেই এ দিন থেকে পারদ চড়তে শুরু করেছে। দুপুরে তাপমাত্রা ছুঁয়েছিল প্রায় ৩৭ ডিগ্রি। আর্দ্রতাও খুব কম ছিল না। যানজটে আটকে পড়া এক বৃদ্ধের স্বগতোক্তি, ‘‘কাজের দিনে মিছিল না করলে কি চলে না?’’

পুলিশ জানিয়েছে, মিছিলের মধ্যেও যান চলাচল স্বাভাবিক রাখার পরিকল্পনা থাকেই। কিন্তু তিনটি আলাদা মিছিল হওয়ায় এ দিন তা পুরো কাজে লাগেনি। আর ট্র্যাফিক বিভাগের এক কর্তার মন্তব্য, ‘‘মিছিল হলে যানজট একেবারে এড়ানো যায় না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন