Base Price

কমছে মূল ভাড়া, অ্যাপ-ক্যাবে ফের লাগাম রাজ্যের

সূত্রের খবর, বেস ফেয়ার ৪০ টাকার আশপাশেই রাখা হবে বলে সংস্থার তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে। প্রথমে সার্জ প্রাইসিং, তারপর বেস ফেয়ার। একই সঙ্গে এই যৌথ নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধে পাবেন যাত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৮ ২২:২২
Share:

ফাইল ছবি

সর্বোচ্চ সারচার্জে রাশ টানার পর এবার কমছে বেস ফেয়ারও। এই মুহূর্তে ওলাক্যাবের বেস ফেয়ার বা মূল ভাড়া ৪৫ টাকা। উবরের ক্ষেত্রে তা ৪৭.৫ টাকা। শুধু সারচার্জে লাগাম পরানো নয়, মূল ভাড়া কমানোর জন্যও দুই অ্যাপ-ক্যাব সংস্থাকে জানিয়েছিল রাজ্য সরকারের পরিবহণ দফতর।
বৃহস্পতিবার রাজ্য সরকারকে এনিয়ে বিশদে জানাল দুই অ্যাপ-ক্যাব সংস্থা ওলা-উবর। এসি ট্যাক্সির বেস প্রাইসের সঙ্গে সামঞ্জস্য রেখেই নতুন বেস ফেয়ার ঠিক করা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

সূত্রের খবর, বেস ফেয়ার ৪০ টাকার আশপাশেই রাখা হবে বলে অ্যাপ-ক্যাব সংস্থার তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে। প্রথমে সর্বোচ্চ সারচার্জে লাগাম, তারপর বেস ফেয়ার। একই সঙ্গে এই যৌথ নিয়ন্ত্রণে অনেকটাই সুবিধে পাবেন যাত্রীরা। কারণ, বেস ফেয়ারের বা মূল ভাড়ার ওপর দাঁড়িয়েই মোট ভাড়ার মূল্য ঠিক করা হয়।

আরও খবর: ক্যাবের ভাড়া নিয়ন্ত্রণে নরম হল সরকার

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন