জেল আবাসনে বৃদ্ধার পচাগলা দেহ

আলিপুর জেল কোয়াটার্স থেকে শনিবার এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সন্ধ্যা বিশ্বাস (৮০)। তিনি আবাসনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার বেলা তিনটে নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৫ ২০:১৩
Share:

আলিপুর জেল কোয়াটার্স থেকে শনিবার এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সন্ধ্যা বিশ্বাস (৮০)। তিনি আবাসনের ওই ফ্ল্যাটে একাই থাকতেন। শনিবার বেলা তিনটে নাগাদ মৃতদেহটি উদ্ধার হয়।

Advertisement

এ দিন সন্ধ্যা বিশ্বাসের ঘর থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল বলে আবাসনের অন্য বাসিন্দারা জানিয়েছেন। সন্দেহ হওয়ায় স্থানীয়রাই পুলিশকে খবর দেন। পুলিশ ভিতরে ঢুকে বিকৃত মৃতদেহ উদ্ধার করে।

সন্ধ্যাদেবী আলিপুর সংশোধনাগারের অবসরপ্রাপ্ত কর্মী। তাঁর প্রতিবেশীদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন, সন্ধ্যা বিশ্বাসের স্বামী আগেই মারা গিয়েছেন। পেনশনের টাকায় তাঁর দিন গুজরান হত। দুই ছেলের কেউই তাঁর সঙ্গে থাকতেন না। দু’দিন আগে সন্ধ্যা বিশ্বাসের বিবাহিত কন্যা তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন