Cyber fraud

ভুয়ো ট্রাফিক চালান! ক্লিক করলেই ফাঁস হত মোবাইলের গোপন তথ্য, বরাহনগরের যুবক গ্রেফতার

গত মঙ্গলবার বিধাননগর সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ট্রাফিকের ভুয়ো চালান পাঠিয়ে প্রতারণা করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৬
Share:

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ভুয়ো ট্রাফিক চালান পাঠিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। উত্তর ২৪ পরগনার বরাহনগরের বাসিন্দা ওই যুবককে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম শোভন সাঁতরা। তাঁকে আদালতে হাজির করানো হয়। বিচারকের নির্দেশে শোভনকে সাত দিনের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

গত মঙ্গলবার বিধাননগর সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগ, ট্রাফিকের ভুয়ো চালান পাঠিয়ে প্রতারণা করা হয়েছে। কী ভাবে? ওই ভুয়ো চালানের মেসেজ পাঠিয়ে গাড়ির মালিকদের একটি এপিকে (অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন প্যাকেজ) ফাইল ডাউনলোড করতে বলা হয়। সেই ফাইল ডাউনলোড করলেই বাহনের মালিকদের মোবাইল থেকে সব তথ্য হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। তার পরেই সেই তথ্যের মাধ্যমে আর্থিক প্রতারণা করা হত।

এই ঘটনার তদন্তে নেমে পুলিশ শোভনকে গ্রেফতার করেছে। একটি অ্যাপল ম্যাকবুক, ওয়ান প্লাস নর্ড সিই৩ মোবাইল-সহ বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্তকে আদালতে হাজির করিয়ে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement