সোনা পাচারের অভিযোগে গ্রেফতার হল এক ব্যক্তি। শনিবার, কলকাতা বিমানবন্দর থেকে। ধৃতের নাম অশোক অধিকারী। বাড়ি নেপালে। বিমানবন্দর সূত্রে খবর, এ দিন ইন্ডিগোর উড়ানে ব্যাঙ্কক থেকে কলকাতায় নামার পরে অশোকের আচরণে শুল্ক দফতরের অফিসারদের সন্দেহ হয়ে। তল্লাশিতে তাঁর কোমরের বেল্টে চওড়া খাপের ভিতর থেকে তিনটি সোনার বিস্কুট মেলে যার ওজন প্রায় তিন কেজি। ওই সোনার বাজারদর প্রায় ৮২ লক্ষ টাকা হওয়ায় গ্রেফতার করা হয় অশোককে।