কপিল শর্মা। ছবি: সংগৃহীত।
ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় সঞ্চালক। শুধু তা-ই নয়, উপার্জনের নিরিখে ছোটপর্দার বাকি সব অভিনেতা-অভিনেত্রীদের পিছনে ফেলেছেন কপিল শর্মা। পঞ্জাব থেকে মুম্বই আসেন সাহসে ভর করে। প্রথম আয় ছিল ৫০০ টাকা। সেখানে থেকে দেশ-বিদেশে বাড়ি, ব্যবসা মিলিয়ে মোট ৩০০ কোটি টাকার সম্পত্তি। কী ভাবে তৈরি করলেন?
২০০৭ সালে ‘কমেডি শো’-এর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হন কপিল। ১০ লক্ষ টাকা পুরস্কারও পান তিনি। তার পরে রাতারাতি খ্যাতি। ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রতিযোগী হিসাবে অংশগ্রহণ করেন কপিল। প্রতিটি প্রতিযোগিতাই জেতেন তিনি। ২০১৩ সাল থেকে হাস্যকৌতুকে মোড়া অনুষ্ঠানের সঞ্চালনা শুরু করেন কপিল। সঞ্চালনার পাশাপাশি সেই শো-এর সহ-প্রযোজনাও করেন তিনি।
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও পা রেখেছেন কপিল। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘কিস কিস কো প্যায়ার করুঁ’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করতে দেখা যায় কপিলকে। তার পর ‘ফিরঙ্গি’, ‘জ়ুইগ্যাটো’ এবং ‘কিস কিস কো প্যায়ার করুঁ ২’ ছবিতে অভিনয় করেছেন তিনি। ছোটপর্দায় তাঁর শো এত জনপ্রিয়তা পেয়ে যায় যে, ওটিটি প্ল্যাটফর্মেও কপিলের অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়। শোনা যায়, নিজের নামের ওই অনুষ্ঠানের জন্য ১৫০ কোটি টাকায় চুক্তিবদ্ধ হন তিনি। এ ছাড়াও কপিল সঞ্চালনার জন্য পর্বপিছু পাঁচ কোটি টাকা করে পারিশ্রমিক নেন। মুম্বইয়ে কপিলের বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে। এ ছাড়াও দুবাইয়ে ফ্ল্যাট আছে কপিলের। রয়েছে একাধিক দামি গাড়ি। তা ছাড়াও কানাডায় ক্যাফের ব্যবসা শুরু করেছেন তিনি। ‘ফরচুন ইন্ডিয়া’ সূত্রে জানা যায়, ২০২৩-২০২৪ অর্থবর্ষে ২৬ কোটি টাকা কর দিয়েছেন কপিল। প্রায় ৩০০ কোটি টাকার সম্পত্তির অধিকারি কপিল।