কপিল শর্মা। ছবি: সংগৃহীত।
কানাডায় জুলাই মাসে নিজের ক্যাফে খোলেন কপিল শর্মা। তাঁর পর থেকে তিন বার গুলি চলে তাঁর ‘ক্যাপস ক্যাফে’তে। যদিও প্রতি বারই বন্ধ ক্যাফেতে গুলি চালায় দুষ্কৃতীরা। প্রতি বারই ঘটনার দায় স্বীকার করে নেন ‘গ্যাংস্টার’ গোল্ডি ব্রার ও খলিস্তানি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত হরজিৎ সিংহ লাড্ডি। এ বার নিজের ক্যাফেতে গুলি-কাণ্ড নিয়ে নতুন তথ্য দিলেন কপিল।
কপিল সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, এই গুলি-কাণ্ডের পর তাঁর ক্যাফের আয় বৃদ্ধি পেয়েছে। এ ছাড়াও হামলার ঘটনার পর কানাডার সংসদে পর্যন্ত তাঁকে নিয়ে কথা হয়েছে। সে দেশের পুলিশের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুললেও কপিল প্রশংসায় পঞ্চমুখ মুম্বই পুলিশের। কপিলের কথায়, ‘‘আমার ক্যাফেতে গুলি চলার পর ব্যবসা দ্বিগুণ হয়েছে। তাই যত ক্ষণ সেটা হচ্ছে আমার অসুবিধা নেই। যদিও এটাও ঠিক, সে দেশের পুলিশেরও কিছু প্রতিবন্ধকতা আছে। তারা সব বিষয়ে ঢুকতে চায় না। এ দিক থেকে মুম্বই পুলিশ সেরা। আমার দেশে কখনও ভয় পেতে হয়নি আমাকে।’’