Death Case

ছাদ থেকে পড়ে মৃত রঙের মিস্ত্রি

পুলিশ জানিয়েছে, মৃতার নাম রমিশা বিবি। ৩৩ বছরের রমিশা দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা ছিলেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:০৫
Share:

—প্রতীকী চিত্র।

বাড়িতে চলছিল রং করার কাজ। সেই কাজ করতে গিয়ে পাঁচতলার ছাদ থেকে নীচে পড়ে মৃত্যু হল এক মহিলা রং মিস্ত্রির। শুক্রবার সকালে রাজাবাগান থানা এলাকার ডক্টর এ কে রোডের এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে।

পুলিশ জানিয়েছে, মৃতার নাম রমিশা বিবি। ৩৩ বছরের রমিশা দক্ষিণ ২৪ পরগনার বজবজের বাসিন্দা ছিলেন। নীচে পড়ে যাওয়ার পরে গুরুতর জখম রমিশাকে মেটিয়াবুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, ওই বাড়ির ছাদে রঙের কাজ করছিলেন পাঁচ জন মিস্ত্রি। সেই দলে ছিলেন তিন জন পুরুষ এবং রমিশা-সহ দু’জন মহিলা। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কয়েক জন মিস্ত্রি ঝুলে ঝুলে ওই পাঁচতলা বাড়ির বাইরের দিকের দেওয়ালে রং করছিলেন। রমিশা ছিলেন ছাদে। তিনি ছাদ থেকে ঝুঁকে ওই মিস্ত্রিদের রঙের বালতি দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নীচে পড়ে যান। স্থানীয় মানুষজন রমিশাকে হাসপাতালে নিয়ে যান। তবে, তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ। বাকি চার রং মিস্ত্রিকেও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন