বঁটি ছিটকে আঘাত, মৃত ১

বঁটির আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার রাতে বাঁশদ্রোণীর নতুনবাজার এলাকার নবপল্লিতে ঘটনাটি ঘটে। মৃতের নাম সত্যজিৎ জয় (৪০)। তবে এই ঘটনা খুন কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের প্রমাণ পাওয়া যায়নি বলে জািনয়েছে পুলিশ ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৫ ০২:৩১
Share:

বঁটির আঘাতে প্রাণ গেল এক ব্যক্তির। শনিবার রাতে বাঁশদ্রোণীর নতুনবাজার এলাকার নবপল্লিতে ঘটনাটি ঘটে। মৃতের নাম সত্যজিৎ জয় (৪০)। তবে এই ঘটনা খুন কি না, তা নিয়ে ধন্দে পুলিশ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও খুনের প্রমাণ পাওয়া যায়নি বলে জািনয়েছে পুলিশ ।

Advertisement

রবিবার মৃতের শ্বশুর ধীরেন বারুইকে অনিচ্ছাকৃত খুনের মামলায় গ্রেফতার করেছে পুলিশ। তিনি পুলিশকে জানিয়েছেন, শনিবার রাত ১১টা নাগাদ বঁটি নিয়ে তাঁর মেয়ের দিকে ছুটে আসেন জামাই সত্যজিৎ। মেয়েকে বাঁচাতে যান তিনি। তখন বঁটিটি হাত থেকে ছিটকে নিজের গলায় আঘাত লাগে সত্যজিতের। মৃত্যু হয় তাঁর।

পুলিশ জেনেছে, দীর্ঘ দিন ধরে সত্যজিতের সঙ্গে তাঁর স্ত্রী ঋতার অশান্তি লেগে থাকত। সত্যজিৎ কোনও কাজ করতেন না। প্রায় সারা দিনই নেশা করে থাকতেন। তাঁদের ১৩ ও ৫ বছরের দুই ছেলে। ধীরেনবাবু পুলিশকে জানিয়েছেন, শনিবার দুপুরে মেয়েকে ফোন করেছিলেন তিনি। তখন ঋতা তাঁকে জানান, সত্যজিৎ তাঁর উপরে খুব অত্যাচার করছেন। সে রাতেই ধীরেনবাবু মেয়ের কাছে যান।

Advertisement

পুলিশ জানিয়েছে, তিন তলার ফ্ল্যাটে সত্যজিৎ ও তাঁর পরিবার থাকতেন। সত্যজিতের মেজবৌদি দীপালিদেবী দোতলায় থাকেন। তাঁর কথায়, ‘‘কাল রাতে কী ঘটেছিল জানি না। সত্যজিতের ফ্ল্যাটের জানলা খোলা ছিল। শব্দ পেয়ে আশপাশের বাসিন্দারা আমাদের খবর দেন।’’ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মত্ত অবস্থায় সত্যজিতের সঙ্গে তাঁর স্ত্রীর প্রায়ই ঝামেলা লেগে থাকত। মৃতের স্ত্রী ঋতাদেবী বলেন, ‘‘নিয়মিত মদ্যপান করত। কাজ করত না। আমার বাবাই সংসার সামলাত। এ দিকে, ছেলেরা বড় হচ্ছে।’’ পুলিশ জেনেছে, সম্প্রতি শ্বশুরের কাছ থেকে ৩৫,০০০ টাকা ধার নেন সত্যজিৎ। ধীরেনবাবু একটি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করেন। তাঁর অফিস মেয়ের বাড়ির কাছে হওয়ায় অনেক দিনই তিনি সেখানে থাকতেন বলে পরিবার সূত্রে খবর।

রবিবার দুপুরে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা যায়, বাইরে থেকে তালা ঝোলানো। স্থানীয় বাসিন্দারা জানান, পুলিশ ফ্ল্যাটে তালা ঝুলিয়ে গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন