সোনা-সহ গ্রেফতার যাত্রী

আগে থেকেই খবর ছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের কাছে। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার উড়ানে কলকাতায় নামার পরেই বাংলাদেশি যুবক আব্দুল কায়ুমের পথ আটকান শুল্ক অফিসারেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৬ ০০:৪৯
Share:

আগে থেকেই খবর ছিল কলকাতা বিমানবন্দরের শুল্ক অফিসারদের কাছে। সোমবার রাতে কুয়ালালামপুর থেকে এয়ার এশিয়ার উড়ানে কলকাতায় নামার পরেই বাংলাদেশি যুবক আব্দুল কায়ুমের পথ আটকান শুল্ক অফিসারেরা। তাঁর দেহ বা মালপত্র তল্লাশি করে ওই রাতে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। শেষে দীর্ঘ জেরায় জানা যায়, পায়ুর ভিতরে সোনা এনেছেন কায়ুম। মঙ্গলবার উদ্ধার হয় ১২টি সোনার বার। প্রতিটির ওজন ১০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজারদর ৩৬ লক্ষ ৭২ হাজার টাকা বলে জানা গিয়েছে। কায়ুমকে গ্রেফতার করেছে শুল্ক দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন