Kolkata Police

পুলিশ ভ্যানের ধাক্কায় মৃত্যু পথচারীর

পুলিশ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কার্যত ভ্যানের চাকায় পিষে যান ওই বৃদ্ধ। স্থানীয়রাই পুলিশের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় বৃদ্ধকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৮ ১৭:৫৯
Share:

দুর্ঘটনার পর তদন্তে পুলিশ। —ভিডিও থেকে নেওয়া ছবি।

পুলিশের ভ্যানের ধাক্কায় মৃত্যু হল এক পথচারীর। বৃহস্পতিবার দুপুরে কালীঘাটে হরিশ মুখার্জি রোড এবং হরিশ চ্যাটার্জি রোডের সংযোগস্থলে দুর্ঘটনাটি ঘটে।

Advertisement

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর ১২টা ৪৫ মিনিট নাগাদ কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের একটি গাড়ি হরিশ মুখার্জি রোডের উপর ইউ টার্ন নেওয়ার জন্য গোপালনগরের দিকে ঘোরে। সেই সময় হঠাৎই গাড়ির সামনে চলে আসেন এক প্রৌঢ়।

পুলিশ ভ্যানের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। কার্যত ভ্যানের চাকায় পিষে যান ওই বৃদ্ধ। স্থানীয়রাই পুলিশের সহযোগিতায় গুরুতর জখম অবস্থায় প্রৌঢ় এসএসকেএম হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। নিহত ব্যক্তিকে বাবন মাইতি (৫৬) বলে শনাক্ত করেছেন স্থানীয়রা। তিনি ফুটপাথবাসী বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

আরও পড়ুন: কার গুলিতে ছাত্রমৃত্যু? ইসলামপুর কাণ্ডে সিআইডিকে তদন্তের ভার দিল রাজ্য সরকার

আরও পড়ুন: পরকীয়া অপরাধ নয়, স্বামী প্রভু হতে পারেন না স্ত্রীর, রায় সুপ্রিম কোর্টের

পুলিশ সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে নিরাপত্তার জন্য যে বাহিনী থাকে সেই বাহিনীর জওয়ানদেরই নিয়ে এসেছিল ওই ভ্যানটি। কালীঘাট থানার পুলিশ ভ্যানটি বাজেয়াপ্ত করে থানায় নিয়ে যায়। আটক করা হয় চালককে। ফরেন্সিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে পৌঁছন। তাঁরা পুলিশ ভ্যানটির পরীক্ষা করেন এবং নমুনা সংগ্রহ করেন।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের কলকাতা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন