—প্রতিনিধিত্বমূলক চিত্র।
দোকানে কেনাকাটা করছিলেন তিনি। পাশে রাখা ছিল তাঁর ব্যাগটি। ব্যাগের মধ্যে ছিল বেশ কয়েক সোনার অলঙ্কার এবং নগদ চার হাজার টাকা। হঠাৎই তিনি লক্ষ করেন তাঁর ব্যাগ উধাও! দোকানি বা তার আশপাশের লোকদের জিজ্ঞাসাবাদ করেও ব্যাগের হদিস মেলেনি। অগত্যা পুলিশের দ্বারস্থ হন দীপা আগরওয়াল নামে ওই মহিলা।
তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। সেখান থেকে প্রাপ্ত তথ্য পাঠানো হয় বিভিন্ন সূত্রের কাছে। সেই সব সূত্র থেকে খবর পেয়েই বৃহস্পতিবার ব্রেবোর্ন রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া গয়না উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, চুরির ঘটনাটি ঘটে পোস্তা থানা এলাকায় গত ১৫ অক্টোবর বিকেল ৪টে ১৫ মিনিট থেকে সাড়ে ৪টের মধ্যে। অভিযোগকারিণীর ব্যাগে ছিল, একটি সোনার মঙ্গলসূত্র, মেয়েদের গলার চেন, দু’টি সোনার ব্রেসলেট। তদন্তে পুলিশ খোঁজ পায় গরচা এলাকার রূপা দত্তের। গ্রেফতারের পর জেরায় পুলিশ জানতে পারে, অভিযুক্ত বিনোদনজগতের সঙ্গে যুক্ত ছিলেন। টিভিতে অভিনয়ও করেছেন। তবে অনেক দিন ধরে অভিনয়ের কাজ করতেন না। তিনি তদন্তকারীদের জানিয়েছেন, সংসার চালাতে বিগত কয়েক বছর ধরে চুরি-জাতীয় নানা অপরাধের সঙ্গে যুক্ত। শুক্রবার অভিযুক্তকে আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে আগামী ৭ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ২০২২ সালেও গ্রেফতার হয়েছিলেন ওই অভিনেত্রী।