স্কুটার চুরি, ধৃত চক্রের তিন যুবক

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে জি জে খান রো়ডের বাসিন্দা মহম্মদ ইরফান থানায় অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে একটি স্কুটার চুরি গিয়েছে। কিন্তু কে বা কারা চুরি করেছে, তা তিনি জানেন না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৭ ০৩:৩২
Share:

প্রতীকী ছবি।

মোটরবাইক চুরি চক্রের তিন পাণ্ডাকে রবিবার রাতে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম মহম্মদ হোসেন, মহম্মদ সৈয়দ আলম এবং মহম্মদ ইরশাদ আলম। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে চুরি করা একটি স্কুটারও। সোমবার ওই তিন জনকে আদালতে হাজির করানো হয়।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার রাতে জি জে খান রো়ডের বাসিন্দা মহম্মদ ইরফান থানায় অভিযোগ করেন, তাঁর বাড়ি থেকে একটি স্কুটার চুরি গিয়েছে। কিন্তু কে বা কারা চুরি করেছে, তা তিনি জানেন না।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে অফিসারেরা জানতে পারেন, শুক্রবার ইরফানের বাড়িতে এসি সারানোর জন্য মহম্মদ হোসেন নামে এক যুবক এসেছিলেন। তার পর থেকে ওই বাড়িতে বাইরের কেউ আসেননি। এতেই তদন্তকারী অফিসারদের সন্দেহ হয়। তাঁরা হোসেনের ঠিকানা জোগাড় করে তাকে খুঁজে বার করেন এবং জিজ্ঞাসাবাদ শুরু করেন।

Advertisement

দফায় দফায় জেরার পরে চুরির কথা স্বীকার করে হোসেন। সে জানায়, এসি সারাতে গিয়ে সে ইরফানের স্কুটারের চাবির ছাঁচ তৈরি করে নিয়েছিল। পরে সৈয়দ আলম এবং ইরশাদ আলমকে নিয়ে ইরফানের বাড়ির বাইরে দাঁড় করানো স্কুটারটি চুরি করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement