যুবক মৃত্যু, ধৃত তিন

দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে যুবক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ মাঝি, লোকেশ মাঝি ও দিলচাঁদ মাঝি।

Advertisement
শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৬ ০০:০২
Share:

দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরে যুবক মৃত্যুর ঘটনায় মঙ্গলবার তিন জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম পঙ্কজ মাঝি, লোকেশ মাঝি ও দিলচাঁদ মাঝি। সোমবার সকালে কাশীপুর থানা এলাকার সাতুলিয়ার বাগজোলা খাল থেকে গণেশ মাঝি (২২) নামে এক যুবকের বস্তাবন্দি দেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গণেশ স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকের কাজ করত। তার বাড়ি বিহারের নওদা জেলায়। রবিবার নওদা থেকে গণেশের তিন বন্ধু ইটভাটায় এসেছিল। রাতে এক সঙ্গে প্রচুর মদ্যপান করে তারা। পরে শোওয়ার জায়গা নিয়ে ওই তিন জনের সঙ্গে গণেশের বচসা হয়। সেই সময়ে গণেশকে পাথর দিয়ে মারে তিন জন। ঘটনাস্থলেই মৃত্যু হয় গণেশের। তার পরে বস্তায় মৃতদেহ ভরে খালে ফেলে দিয়েছিল ওই তিন জন। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement