Molestation in Kolkata

বাজি পোড়ানোর অছিলায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ কলকাতায়! বন্ধুর দাদাকে গ্রেফতার করল পুলিশ

অভিযোগকারী মহিলা সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। সেই সময়েই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৪:৪০
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কালীপুজোর রাতে বাজি পোড়ানোর অছিলায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল কলকাতায়। ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানা এলাকায়। মহিলার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা সোমবার রাতে বন্ধুদের সঙ্গে বাজি পোড়াচ্ছিলেন। সেই সময়েই তাঁর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত যুবক ওই মহিলারই এক বন্ধুর দাদা। তিনিও ওই দলের সঙ্গেই বাজি পোড়াচ্ছিলেন। অভিযোগ, বাজি পোড়ানোর অছিলায় ওই যুবক মহিলার শ্লীলতাহানি করেন। ওই ঘটনার প্রেক্ষিতে সোমবার রাতেই গড়ফা থানায় অভিযোগ দায়ের করেন মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনার অনুসন্ধান শুরু করে পুলিশ। পরে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় মহিলার বন্ধুর ওই অভিযুক্ত দাদাকে।

কালীপুজো এবং দীপাবলির মরসুমে কলকাতা শহরে নজরদারি আরও বৃদ্ধি করেছে পুলিশ। শহরের বিভিন্ন প্রান্তে বিশেষ নজরদারির ব্যবস্থাও করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১২টা পর্যন্ত পুলিশের কাছেও শব্দবাজি সংক্রান্ত শতাধিক অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার হয়েছেন অন্তত ১৮৩ জন। এ ছাড়াও, নানা অপরাধে শহরের বিভিন্ন প্রান্তে ৪৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। জুয়া খেলতে গিয়ে ধরা পড়েছেন ৬ জন। পুলিশের কড়া নজরদারির পরেও গড়ফায় গত রাতে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল। যদিও অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত যুবককে পাকড়াও করেছে গড়ফা থানার পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement