‘অটো শাসনে ব্যর্থ পুলিশই’

এ এক উলটপুরাণ! কলকাতা শহরের সর্বত্র বেআইনি অটোর দাপট। বেয়াড়া অটোচালকদের প্রশাসন বাগে আনতে গেলেই চালকদের সংগঠন তার বিরোধিতা করে বলে হামেশাই অভিযোগ ওঠে। কিন্তু রাজারহাটের ছবিটা এর ঠিক বিপরীত।

Advertisement

প্রবাল গঙ্গোপাধ্যায়

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৭ ০১:৩৭
Share:

এ এক উলটপুরাণ!

Advertisement

কলকাতা শহরের সর্বত্র বেআইনি অটোর দাপট। বেয়াড়া অটোচালকদের প্রশাসন বাগে আনতে গেলেই চালকদের সংগঠন তার বিরোধিতা করে বলে হামেশাই অভিযোগ ওঠে। কিন্তু রাজারহাটের ছবিটা এর ঠিক বিপরীত। সেখানে বেপরোয়া অটোচালকদের চিহ্নিত করতে সাহায্যের হাত বাড়াতে প্রস্তুত চালকদের সংগঠন। কিন্তু তাদের অভিযোগ, প্রশাসনের তরফ থেকেই সদিচ্ছা দেখা যাচ্ছে না।

বিমানবন্দরের ১ নম্বর গেট থেকে রাজারহাট—এই রুটের অটোচালকদের বড় অংশের অভিযোগ, যেখানে ৫৯টি অটো চলার কথা, সেখানে পারমিটবিহীন অটোর দাপট বেড়ে তা গিয়ে দাঁড়িয়েছে প্রায় ২০০-তে। এই বিপুল অবৈধ অটো নিয়ন্ত্রণে পরিবহণ দফতর থেকে শুরু করে বিধাননগর পুলিশ কমিশনারের অফিস— সর্বত্র চিঠি দিয়েছে কলকাতা অটো রিকশা অপারেটর্স ইউনিয়নের বিমানবন্দর ১ নম্বর গেট শাখা। গত বছর পরিবহণ দফতরেরও দ্বারস্থ হন অটোচালকেরা। পরিবহণ দফতর উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন থেকে শুরু করে বিধাননগরের পুলিশ কমিশনার, সব জায়গায় চিঠি দিয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল।

Advertisement

কিন্তু চালকদের অভিযোগ, সাত-আট মাসে প্রশাসনকে একাধিক বার চিঠি দেওয়া হলেও সুরাহা হয়নি। তাঁদের দাবি, বনগাঁ, শ্রীরামপুরের মতো বিভিন্ন জায়গার অটো বিমানবন্দর-রাজারহাট রুটে চলায় মার খাচ্ছে তাঁদের ব্যবসা।

কলকাতা অটো রিকশা অপারেটর্স ইউনিয়নের বিমানবন্দর ১ নম্বর গেট শাখার সম্পাদক তথা দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান বরুণ নট্ট বলেন, ‘‘আমি নিজে এ বার ওই রুটের অটোচালকদের নিয়ে কমিশনারেটে দেখা করব। তাতেও কাজ না হলে মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাব।’’

বারাসতের আঞ্চলিক পরিবহণ অধিকর্তা সিদ্ধার্থ রায় বলেন, ‘‘বেআইনি অটোর ব্যাপারে আমাদের কাছেও অভিযোগ এসেছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’’ আর বিধাননগর কমিশনারেটের ডিসি (ট্রাফিক) সি সুধাকরের বক্তব্য, ‘‘বেআইনি অটোর বিরুদ্ধে পুলিশ তো সব সময়ে ব্যবস্থা নেয়। তা-ও কেন ওই রুটে এত বেআইনি অটোর অভিযোগ আসছে, খোঁজ নিয়ে দেখব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন