স্বাধীনতা দিবসে শহরে বিশেষ নিরাপত্তা

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০১৮ ০৩:২৩
Share:

স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহরের নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে কলকাতা পুলিশ।

Advertisement

লালবাজার সূত্রের খবর, আজ, মঙ্গলবার থেকেই শহরের ঢোকা-বেরোনোর রাস্তাগুলিতে পুলিশ তল্লাশি চালাবে। শহরের দশটি জায়গায় বালির বস্তা দিয়ে বাঙ্কার তৈরি করা হয়েছে। যুগ্ম নগরপাল (সদর) সুপ্রতিম সরকার জানিয়েছেন, নজরদারির জন্য ড্রোনও ব্যবহার করা হবে। এ ছাড়াও, ছ’টি নজর-মিনারের উপর থেকে পুলিশি পাহারার ব্যবস্থা থাকবে। যুগ্ম নগরপাল (সদর) আরও জানান, স্বাধীনতা দিবসের আগের দিন রাত দশটা থেকে রেড রোড বন্ধ থাকবে। বিশেষ নিরাপত্তার জন্য রোড রোড এলাকাকে ১৪টি জ়োনে ভাগ করা হবে। প্রতিটি জ়োনে দায়িত্বে থাকবেন এক জন ডিসি। এছাড়াও কুইক রেসপন্স টিম, হেভি রেডিয়ো ফ্লাইং স্কোয়াডের ব্যবস্থা থাকছে। পুলিশ জানিয়েছে, নিরাপত্তা জোরদার করতে রেড রোড সংলগ্ন পাঁচটি জায়গায় ঘোড়সওয়ার পুলিশ মোতায়েন করা হবে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় নজরদারি চালানোর জন্য কাজ করবে অতিরিক্ত ন’টি পুলিশ-ভ্যান। সতর্ক থাকবে বম্ব ডিসপোজ়াল ইউনিটও। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকেই শহরের বিভিন্ন হোটেল, শপিং মলে তল্লাশি চালানো হবে। সব মিলিয়ে প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন করা হবে শহরের রাস্তায়।

পুলিশ জানায়, বুধবার রেড রোডে সকাল দশটায় শুরু হবে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। চলবে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত। মুখ্যমন্ত্রী সকাল দশটা নাগাদ রেড রোডে হাজির হবেন বলে পুলিশ সূত্রের খবর। রেড রোডের কুচকাওয়াজের জন্য প্রায় দশ হাজার আসনের ব্যবস্থা থাকছে। বছর দুয়েক আগে একটি পাঁচতারা হোটেলে বিস্ফোরণের হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছিল। পুলিশ এ বার সমস্ত হোটেলে নজরদারির ব্যবস্থা রাখছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন