আবার পুলিশের গায়ে হাত

স্বপন প্রামাণিক নামে আর এক সিভিক ভলান্টিয়ার এগিয়ে এলে তাঁকেও ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন চালক। স্বপনবাবুর হাতে আঘাত লাগে। এর পরে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ মিলে বাইকটি থামাতে সক্ষম হন। পুলিশ গাড়ির নথি দেখতে চাইলে চালক তা দেখাতে অস্বীকার করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৭ ০০:০০
Share:

২৪ ঘণ্টার মধ্যে ফের পুলিশকে মার। আবারও বিধাননগর কমিশনারেট এলাকায়। এ বার একসঙ্গে আক্রান্ত তিন কর্মী। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু’জনকে।

Advertisement

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় নিউ টাউনের পুরনো থানার কাছে গাড়ি পরীক্ষা চলছিল। তখন নিউ টাউনের বাসস্ট্যান্ডের দিক থেকে মোটরবাইকে চেপে আসছিলেন দুই ব্যক্তি। কারও মাথাতেই হেলমেট না থাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার রমেশ প্রামাণিক বাইকটি আটকাতে যান। অভিযোগ, গাড়ি থামানোর বদলে রমেশবাবুকে ধাক্কা মারেন চালক। স্বপন প্রামাণিক নামে আর এক সিভিক ভলান্টিয়ার এগিয়ে এলে তাঁকেও ধাক্কা মেরে পালানোর চেষ্টা করেন চালক। স্বপনবাবুর হাতে আঘাত লাগে। এর পরে সিভিক ভলান্টিয়ার ও পুলিশ মিলে বাইকটি থামাতে সক্ষম হন। পুলিশ গাড়ির নথি দেখতে চাইলে চালক তা দেখাতে অস্বীকার করেন। শুরু হয় বচসা। তখন বাইকচালক আবারও পুলিশকর্মীদের ধাক্কা দেন বলে অভিযোগ। পরে পুলিশ সঞ্জু বিশ্বাস ও পরিমল কর্মকার নামে ওই দু’জনকে গ্রেফতার করে। প্রসঙ্গত, শুক্রবারও সল্টলেক ও নিউ টাউনে দু’টি ঘটনায় আক্রান্ত হয়েছিল পুলিশ। বিধাননগরের এক পুলিশকর্তা জানান, নিয়ম ভাঙলে পুলিশ আইন মোতাবেক কড়া পদক্ষেপ করবেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement