আদুর গায়ে বিক্ষোভ শুরু করতেই গ্রেফতার

ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস ভাড়া বাড়ানোর দাবিতে আদুর গায়ে আন্দোলনের কর্মসূচি ছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্‌স-এর। কিন্তু আদুর গা হতেই গ্রেফতার হলেন সংগঠনের সদস্যেরা। লালবাজার জানিয়েছে, বৃহস্পতিবারের এই ঘটনায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ নভেম্বর ২০১৮ ০০:৫১
Share:

গ্রেফতার: বিক্ষোভকারীদের নিয়ে যাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার, ধর্মতলায়। ছবি: সুমন বল্লভ

ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে বাস ভাড়া বাড়ানোর দাবিতে আদুর গায়ে আন্দোলনের কর্মসূচি ছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্‌স-এর। কিন্তু আদুর গা হতেই গ্রেফতার হলেন সংগঠনের সদস্যেরা। লালবাজার জানিয়েছে, বৃহস্পতিবারের এই ঘটনায় ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

চলতি সপ্তাহে সোমবার থেকে বুধবার পর্যন্ত অফিসের সময় বাদে বাস চলাচল বন্ধ রাখার কর্মসূচি নিয়েছিল জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট্‌স। কিন্তু সেই কর্মসূচিতে তেমন সাড়া মেলেনি। পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দাবি ছিল, যাত্রী-ভোগান্তি এড়াতে ২০০টি বাস আলাদা করে রাখা থাকলেও তার প্রয়োজন পড়েনি। ওই কর্মসূচির অঙ্গ হিসেবে এ দিন লেনিন সরণিতে সিন্ডিকেট্‌স অফিস থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। শুরুতেই তাঁদের কয়েক জন আদুর গা হতে গেলে পুলিশ জানায়, এমন অবস্থা তৈরি হলে গ্রেফতার করা হবে। কিন্তু ধর্মতলায় আসার পরে কয়েক জন সদস্য ফের আদুর গা হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের গ্রেফতার করে। ফলে ধর্মতলায় এ দিনের আন্দোলন পাঁচ-সাত মিনিটের বেশি স্থায়ী হয়নি।

লালবাজারের বক্তব্য, পুলিশের কাছে খবর ছিল, মিছিলে আসা সংগঠনের সদস্যেরা আদুর গা হতে পারেন। তাই আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ। আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘ভারতীয় দণ্ডবিধির ২৯০ ধারা অনুযায়ী, জনসমক্ষে অশ্লীল ব্যবহার করলে পুলিশ ব্যবস্থা নিতে পারে।’’ তবে তা জামিন-যোগ্য।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন