লুকিয়ে সোনা আনতে গিয়ে কলকাতা বিমানবন্দরে ধরা পড়লেন এক যাত্রী। সোমবার মালয়েশিয়া থেকে এয়ার এশিয়ার বিমানে আসেন বাংলাদেশের বাসিন্দা মহম্মদ মোশারফ হুসেন নামে ওই যাত্রী। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হয় শুল্ক অফিসারদের। জেরায় মোশারফ জানান, পায়ুর ভিতরে লুকিয়ে সোনা নিয়ে এসেছেন তিনি। তাঁর কাছে মেলে ৮টি সোনার বার, যার ওজন ৮০০ গ্রাম। উদ্ধার হওয়া সোনার বাজারদর প্রায় ২৪ লক্ষ টাকা হওয়ায় গ্রেফতার করা হয়েছে মোশারফকে।