সেনা অফিসারের দেহ

অস্বাভাবিক মৃত্যু হল এক বায়ুসেনা অফিসারের। সেনা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এসভিআর মূর্তি (৪৫)। তাঁর বাড়ি হায়দরাবাদে। পুলিশ জানায়, ফোর্ট উইলিয়ামের আবাসনের তিনতলায় একাই থাকতেন মূর্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৭ ০২:০১
Share:

অস্বাভাবিক মৃত্যু হল এক বায়ুসেনা অফিসারের। সেনা সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম এসভিআর মূর্তি (৪৫)। তাঁর বাড়ি হায়দরাবাদে। পুলিশ জানায়, ফোর্ট উইলিয়ামের আবাসনের তিনতলায় একাই থাকতেন মূর্তি। রবিবার ভোর পাঁচটা নাগাদ আবাসনের নীচে রক্তাক্ত অবস্থায় তাঁর দেহ পড়ে থাকতে দেখে এক প্রতিবেশী বায়ুসেনা ও পুলিশকে জানান। খবর পেয়ে বায়ুসেনা ও হেস্টিংস থানার পুলিশ এসে তদন্ত শুরু করে। মূর্তির দেহ সকালেই এসএসকেএমে ময়না-তদন্তে পাঠানো হয়েছে।

Advertisement

মৃত এই বায়ুসেনা অফিসারের স্ত্রী, এক পুত্র ও এক কন্যা হায়দরাবাদে থাকেন। ময়দান থানায় বায়ুসেনা কর্তৃপক্ষের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি, বায়ুসেনার তরফে শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। পুলিশের অনুমান, তিনতলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয়েছে মূর্তির। তবে রাতে কখন তিনি পড়ে যান অথবা তাঁর মৃত্যুর পিছনে অন্য কারণ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত করছে ময়দান থানার পুলিশ। রবিবার রাত পর্যন্ত মৃতের পরিবারের তরফে অভিযোগ দায়ের হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement