পুলিশ কমিশনারের নির্দেশে রাতের শহরে বেপরোয়া যান শাসনে শুক্রবার রাত থেকেই রাস্তায় নেমে পড়েছিলেন কলকাতা পুলিশের শহরের সাউথ, সাউথ-ইস্ট এবং ইস্ট ট্রাফিক গার্ডের পুলিশকর্মীরা। তার এক দিনের মধ্যেই শনিবার পার্ক স্ট্রিট-ক্যামাক স্ট্রিট ক্রসিংয়ে এক দম্পতির হাতে প্রহৃত হতে হল সাউথ ট্রাফিক গার্ডের সার্জেন্ট সন্দীপ রায়কে।
শেষ পর্যন্ত অবশ্য পুলিশের হাতে ধরা পড়ে যান ওই দম্পতি। পরে ওই সার্জেন্টের লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম অধিরাজ মুখোপাধ্যায় এবং স্নেহা মিরচন্দানি মুখোপাধ্যায়। তাঁদের বাড়ি টালিগঞ্জে। তবে তাঁদের সঙ্গে থাকা আর এক মহিলাকে ঘটনায় না যুক্ত থাকায় ছেড়ে দেওয়া হয়েছে।
ঠিক কী ঘটেছিল? পুলিশ জানিয়েছে, শুক্রবারের পর শনিবারও শহরের বিভিন্ন রাস্তায় ব্যারিকেড করে গাড়ি আটকে পরীক্ষা করছিলেন ট্রাফিক পুলিশকর্মীরা। রাত পৌনে বারোটা নাগাদ পার্ক স্ট্রিট থেকে ক্যামাক স্ট্রিটের দিকে বেপরোয়া গতিতে একটি গাড়ি যাচ্ছিল। পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে গাড়ির তিন আরোহীকে পরীক্ষা করতে যায়। তখন প্রথমেই পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন দুই অভিযুক্ত। পুলিশের দাবি, অভিযুক্ত দু’জনই মদ্যপ ছিলেন। তাঁরা ধাক্কাধাক্কি করতে করতে সন্দীপ রায় নামে ওই সার্জেন্টের নেমপ্লেটও ছিঁড়ে দেন। এর মধ্যেই ছুটে আসেন অন্যান্য পুলিশকর্মীরা। তাঁরা কোনওমতে দুই অভিযুক্তকে ধরে ফেলেন।
আরও পড়ুন: ভয়াবহ আগুন ধর্মতলার সিনেমা হলে
আরও পড়ুন: উত্তর কলকাতার পুজো ফ্রেম