তপ্ত মুকুন্দপুর

মুকুন্দপুরে কলোনি কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ১-৬ এবিসি কলোনির নির্বাচন ছিল রবিবার। ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট। কিছু পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০১:০০
Share:

মুকুন্দপুরে কলোনি কমিটির নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের ১-৬ এবিসি কলোনির নির্বাচন ছিল রবিবার। ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সকাল ৭টা থেকে শুরু হয় ভোট। কিছু পরেই উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। মুকুন্দপুর কেন্দ্রীয় কলোনি কমিটির নির্বাচন থেকে প্রার্থী প্রত্যাহার করে সিপিএম। এর পরেই সিপিএমের তরফে অভিযোগ ওঠে, তৃণমূলের সন্ত্রাসের জেরেই তুলে নিতে হয়েছে প্রার্থী। সকাল ৮টার পর থেকেই তৃণমূল বহিরাগতদের নিয়ে প্রার্থীদের মারধর করে এবং ব্যাপক ছাপ্পা ভোট দেওয়া শুরু করে বলেও অভিযোগ ওঠে। সিপিএমের যাদবপুরের ১ নম্বর জোনাল কমিটির সম্পাদক সুব্রত দাশগুপ্তের অভিযোগ, ‘‘যাদবপুরের বিধায়ক তথা মন্ত্রী মণীশ গুপ্ত এবং স্থানীয় তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই তাণ্ডব চালানো হয়। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হয়নি বলে আমরা প্রার্থী প্রত্যাহার করি।’’ সিপিএমের অভিযোগ সম্পর্কে মণীশবাবু বলেন, ‘‘আমি মুকুন্দপুরে গেলেও ওই এলাকায় যাইনি। আমার নামে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন