নর্দমা-লড়াই

দীর্ঘদিন নর্দমা সাফাই না হওয়ায় বৃষ্টি হলেই পাঁকজল উপচে পড়ে রাস্তায়। কাউন্সিলরের কাছে সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন কয়েক জন মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৫ ০০:৪০
Share:

দীর্ঘদিন নর্দমা সাফাই না হওয়ায় বৃষ্টি হলেই পাঁকজল উপচে পড়ে রাস্তায়। কাউন্সিলরের কাছে সেই অভিযোগ জানাতে গিয়েছিলেন কয়েক জন মহিলা। অভিযোগ, অফিসের একদল মহিলা উল্টে মারধর করে, কাপড় ছিঁড়ে তাঁদের বার করে দেন। সালকিয়ার ৭ নম্বর ওয়ার্ডে বুধবার রাতের ওই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সূত্রে খবর, বেলগাছিয়া সি রোডের বাসিন্দা ওই মহিলারা কাউন্সিলর পম্পা বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানাতে যান। তাঁর অনুপস্থিতিতে বচসার জেরে এই ঘটনা বলে অভিযোগ। তা অস্বীকার করে পম্পাদেবী বলেন, ‘‘কথা কাটাকাটি হয়েছে শুনেছি। মারধরের বিষয়টি বিরোধীদের রটনা।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement