Kasba Hotel Death Case

কসবা হোটেল কাণ্ড: শ্বাসরোধ করেই খুন, মৃত্যুর আগে মদ্যপানও করেছিলেন আদর্শ! আর কী জানাল ময়নাতদন্ত রিপোর্ট?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তে আদর্শের পাকস্থলীতে প্রায় ২০০ গ্রাম খাবারের মণ্ড পাওয়া গিয়েছে। তাতে অ্যালকোহলও মিলেছে। এর থেকেই মনে করা হচ্ছে, শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পাশাপাশি মদ্যপানও করেছিলেন ওই যুবক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ২৩:৪০
Share:

কসবার হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বীরভূমের আদর্শ লোসাল্কার দেহ। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

কসবার হোটেলে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল বীরভূমের বাসিন্দা আদর্শ লোসাল্কাকে। মৃত্যুর আগে মদ্যপানও করেছিলেন আদর্শ। এ বার এমনটাই জানা গেল প্রাথমিক ময়নাতদন্ত রিপোর্টে।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তে আদর্শের পাকস্থলীতে প্রায় ২০০ গ্রাম খাবারের মণ্ড পাওয়া গিয়েছে। তাতে অ্যালকোহলও মিলেছে। এর থেকেই মনে করা হচ্ছে, শুক্রবার রাতে খাওয়াদাওয়ার পাশাপাশি মদ্যপানও করেছিলেন ওই যুবক। এ ছাড়াও জানা গিয়েছে, মৃত্যুর কারণ শ্বাসরোধ। সম্ভবত ওই যুবকের গলা টিপে ধরা হয়েছিল। তার জেরে দমবন্ধ হয়ে মৃত্যু হয় তাঁর।

শনিবার দুপুরে কসবার হোটেলের ঘর থেকে আদর্শের দেহ উদ্ধার করে পুলিশ। বীরভূমের বাসিন্দা ওই যুবক কর্মসূত্রে থাকতেন কলকাতাতেই। শুক্রবার রাতে আদর্শ ওই হোটেলে ওঠেন। তাঁর সঙ্গে এক মহিলা-সহ দু’জন ছিলেন। মোট দু’টি ঘর নেওয়া হয়েছিল। পরিবারের দাবি, একটি ঘরে ছিলেন আদর্শ। অন্য দু’টি ঘরে ছিলেন বাকি দু’জন। সূত্রের খবর, শুক্রবারই গভীর রাতে আদর্শের ওই দুই সঙ্গী হোটেল ছাড়েন। এর পরে শনিবার হোটেলের ঘরে আদর্শের দেহ মেলে। পুলিশ সূত্রে খবর, দেহটি হোটেলের ঘরের মেঝেতে পড়ে ছিল। গায়ে কোনও পোশাক ছিল না। নাকের কাছে ছিল জমাট বাঁধা রক্ত। পা-ও বাঁধা ছিল।

Advertisement

রবিবার দুপুরে আদর্শের দুই সঙ্গী ধ্রুব মিত্র এবং কমল সাহাকে গ্রেফতার করেছে পুলিশ। ধ্রুবের বাড়ি নদিয়ার রানাঘাটে। কমলের বাড়ি উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। তবে দমদমের পূর্ব সিঁথি এলাকায় থাকতেন দু’জনে। আপাতত কসবা থানায় জেরা করা হচ্ছে ধৃত দু’জনকে। তাঁদের সঙ্গে আদর্শের আলাপ কী ভাবে হয়েছিল, কী উদ্দেশ্যে তাঁরা ওই হোটেলে গিয়েছিলেন, সে সবও জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement