Nicco Park Death

নিক্কো পার্কে কী ভাবে মৃত্যু উল্টোডাঙার যুবকের? মাথায় আঘাতই বা এল কোত্থেকে? কী জানা গেল ময়নাতদন্তে

বন্ধুদের সঙ্গে বুধবার নিক্কো পার্কে ঘুরতে গিয়েছিলেন রাহুল দাস। ওয়াটার পার্কে স্নান করতে নেমেছিলেন। কিন্তু আচমকা সংজ্ঞা হারান। হাসপাতালে নিয়ে গিয়েও তাঁকে বাঁচানো যায়নি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুলাই ২০২৫ ২০:৫৯
Share:

নিক্কো পার্কের ওয়াটার পার্কে স্নান করতে নেমে যুবকের মৃত্যু! —ফাইল চিত্র।

কলকাতার নিক্কো পার্কে বুধবার যে যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল, তাঁর দেহের ময়নাতদন্ত করা হয়েছে। প্রাথমিক রিপোর্টে দাবি, হৃদ্‌যন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে উল্টোডাঙার রাহুল দাসের। তাঁর মাথায় আঘাতের চিহ্ন ছিল। তবে চিকিৎসকদের ধারণা, পড়ে যাওয়ার কারণে ওই আঘাত লেগেছে। রাহুলের পরিবার এই অস্বাভাবিক মৃত্যুর তদন্ত চেয়ে বৃহস্পতিবার পুলিশের দ্বারস্থ হয়েছে। নিক্কো পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা গাফিলতির অভিযোগ তুলেছে। পরিবারের দাবি, রাহুলের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। পায়ের বুড়ো আঙুলে ছিল ক্ষত। এ ছাড়া, রাহুলের সারা শরীর নীল হয়ে গিয়েছিল বলেও দাবি করেন তাঁর বাবা। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, মাথা ছাড়া রাহুলের শরীরের আর কোথাও উল্লেখযোগ্য আঘাতের প্রমাণ পাওয়া যায়নি।

Advertisement

বুধবার বন্ধুদের সঙ্গে নিক্কো পার্কে ঘুরতে গিয়েছিলেন রাহুল। স্নান করতে নেমেছিলেন ওয়াটার পার্কে। আচমকা সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সংজ্ঞা হারান। তাঁকে দ্রুত ধরাধরি করে জল থেকে তোলা হয় এবং হুইলচেয়ারের মাধ্যমে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। নিক্কো পার্ক কর্তৃপক্ষই সল্টলেকের একটি হাসপাতালে নিয়ে যান রাহুলকে। কিন্তু তাঁকে বাঁচানো যায়নি।

গাফিলতির অভিযোগ উড়িয়ে দিয়ে নিক্কো পার্কের ম্যানেজিং ডিরেক্টর রাজেশ রায় সিঙ্ঘানিয়া জানান, ‘নায়াগ্রা ফল’ নামের একটি প্রমোদস্থল রয়েছে নিক্কো পার্কে। বুধবার দুপুর ১টার কিছু পরে তাঁরা জানতে পারেন, ‘নায়াগ্রা ফল’ থেকে এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় নামানো হচ্ছে। প্রাথমিক চিকিৎসার বন্দোবস্ত করা হয় নিক্কো পার্কের ভিতরেই। তাঁর পর যুবককে হাসপাতালে পাঠানো হয়। আচমকাই যুবক সংজ্ঞাহীন হয়ে পড়েছিলেন বলে জানান কর্তৃপক্ষ। তবে পরিবার সেই দাবি মানতে চায়নি।

Advertisement

রাহুলের পরিবারের বক্তব্য, তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় বাড়ি থেকে বন্ধুদের সঙ্গে বেরিয়েছিলেন। দুপুরে তাঁর সংজ্ঞাহীনতার কথা জানিয়ে বাড়িতে ফোন আসে। হাসপাতালে গিয়ে ছেলেকে মৃত অবস্থায় দেখতে পান বাবা-মা। অভিযোগ, নিক্কো পার্ক চত্বরে ন্যূনতম অক্সিজেনের ব্যবস্থাও রাখা হয়নি। সেখানকার সমস্ত সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তাঁরা। তবে ময়নাতদন্তে প্রাথমিক ভাবে হৃদ্‌যন্ত্র বিকলের কথাই উল্লেখ করা হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement