ছক কষে খুন

আইসক্রিমের লোভ দেখিয়ে আট বছরের বিশাল শর্মাকে ভাড়ার ঘরে নিয়ে গিয়েই সে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল বলে জেরায় জানিয়েছে রণজয় ঠাকুর। বিশাল চিৎকার করতে করতে তার হাতে কামড়ে দেয়। তার পরেই সে শ্বাসরোধ করে শিশুটিকে মেরে ফেলে বলে জানায় রণজয়।

Advertisement
শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০৩:২০
Share:

আইসক্রিমের লোভ দেখিয়ে আট বছরের বিশাল শর্মাকে ভাড়ার ঘরে নিয়ে গিয়েই সে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল বলে জেরায় জানিয়েছে রণজয় ঠাকুর। বিশাল চিৎকার করতে করতে তার হাতে কামড়ে দেয়। তার পরেই সে শ্বাসরোধ করে শিশুটিকে মেরে ফেলে বলে জানায় রণজয়। সে পুলিশকে বলেছে, অপহরণ ও খুনের ছক কষেই ছ’মাস আগে সালকিয়ায় বিশালদের বাড়ির কাছে একটি বহুতলের একতলায় ঘর ভাড়া নেয়। সে-ই শিশুটির বাঁ হাত কেটে মৃতদেহ বাড়ির পিছনে ফেলে দেয়। যে-ঘরে বিশালকে রাখা হয়েছিল, সেখানে তার স্কুলব্যাগ পাওয়া গিয়েছে। ঘরটি সিল করে দিয়েছে পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement