Presidency College

‘ন্যাপকিন’ প্রতিবাদ: প্রেসিডেন্সি কর্তৃপক্ষকে স্মারকলিপি

ওই স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে চালু ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাতে হবে। অবিলম্বে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুচরো পয়সার সমস্যা মেটানোর আবেদনও জানানো হয়েছে। সাত দিনের মধ্যে সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন পড়ুয়ারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৭ ২০:৩০
Share:

ডিন অব স্টুডেন্টস-কে স্মারকলিপি। —নিজস্ব চিত্র।

সংক্রমণ হতে পারে, জানতেন। তবু ঋতুকালীন অবস্থায় স্যানিটারি ন্যাপকিন না পরে সোমবার প্রতিবাদ করেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। সেই ছাত্রী মঙ্গলবার একটি স্মারকলিপি তুলে দিয়েছেন প্রেসিডেন্সির ডিন অব স্টুডেন্টসের হাতে। তাঁর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরও কয়েক জন ছাত্রছাত্রী।

Advertisement

ওই স্মারকলিপিতে দাবি জানানো হয়েছে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ভবনে চালু ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসাতে হবে। অবিলম্বে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে খুচরো পয়সার সমস্যা মেটানোর আবেদনও জানানো হয়েছে। সাত দিনের মধ্যে সমস্যা মেটানোর আর্জি জানিয়েছেন পড়ুয়ারা।

আরও পড়ুন, ন্যাপকিন না পরে প্রতিবাদ প্রেসিডেন্সিতে

Advertisement

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিনের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুব কম। ভেন্ডিং মেশিন থেকে যে স্যানিটারি ন্যাপকিন পাওয়া যায়, তার মানও খুব খারাপ। সোমবার তারই প্রতিবাদ জানান প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ঋতুস্রাবের সময় স্যানিটারি ন্যাপকিন না পরেই তিনি প্রতিবাদ জানিয়েছিলেন। বর্ষার এই স্যাঁতসেঁতে পরিবেশে ওই পরিস্থিতিতে ক্লাসও করেন স্নাতক তৃতীয় বর্ষের ওই ছাত্রী।

ছাত্রীটির হাত থেকে স্মারকলিপি গ্রহণ করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চাননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement